logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মে ২০২০, ১৯:৪০
আপডেট : ১৪ মে ২০২০, ১৯:৪৯

অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তৈয়বকে ফিফার ধন্যবাদ

অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় তৈয়বকে ফিফার ধন্যবাদ
নিলামে তোলা জার্সি হাতে তৈয়ব হাসান
করোনা যেন সবাইকে এক কাতারে দাঁড় করিয়েছে। যে যেভাবে পারছে সেভাবেই সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে অসহায় মানুষদের জন্য। তেমনই একটি জার্সি নিলামে তোলেন বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান।

২০১৩ সালে কাঠমান্ডুতে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা করা জার্সিটি গত ৯ মে নিলামে তোলেন তৈয়ব হাসান।

তাতে বেশ সাড়া পান তিনি। জার্সিটি নিলামে ৫ লাখ ৫৫ হাজার টাকায় কিনে নেন সাতক্ষীরা চেম্বার অব ই কমার্সের সভাপতি নাসিম ফারুক।

যার পুরো অর্থই খরচ হয়েছে করোনা ক্ষতিগ্রস্ত মানুষদের কল্যাণে। তার এমন কাজ সাধুবাদ পেয়েছে দেশ ছাপিয়ে ফুটবলের বিশ্ব সংস্থা ফিফাতেও।

ফুটবলে তৈয়বই প্রথম জন, যিনি স্বারক নিলামে তোলেন। তার এমন কাজ মুগ্ধ করেছে ফিফাকে। ফিফাও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তৈয়বকে ফিফা সভাপতির দেয়া চিঠিতে লেখা, এম অনন্য দৃষ্টান্তের জন্য আপনাকে অভিনন্দন জানাতে চাই। এই কঠিন সময়ে আপনার মতো প্রশংসনীয় উদ্যোগ অনেকের দুর্দশা দূর করতে সহায়ক হবে। এভাবে সবাই যদি এগিয়ে আসে খুব দ্রুতই এই বিপদ কাটিয়ে উঠবে বিশ্ব।

এছাড়াও বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় তারকা মোনেম মুন্নার ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে জেতা জার্সিটি নিলামে কার্নিভাল ইন্টারনেট নামে একটি প্রতিষ্ঠান ৩ লাখ টাকায় কিনে নেয়।

এমআর/

RTVPLUS