• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিট থাকলে খেলা শুরু করতে লাগবে দুই সপ্তাহ: চাম্পাকা

মেহেদী হাসান

  ১৩ মে ২০২০, ২০:১৩
If you are fit, it will take two weeks to start the game: Champaka
ফাইল ছবি

দীর্ঘদিন ধরে খেলা নেই মাঠে। প্রায় দুই মাস হতে চলল এমন অচলাবস্থার। খেলোয়াড় থেকে শুরু করে কোচরাও যে যার মতো করে সময় কাটাচ্ছেন করোনার এই সময়ে অনাকাঙ্ক্ষিত ছুটি পেয়ে।

কিন্তু এই লম্বা ছুটিটা যে বিপদ ডেকে আনতে পারে খেলোয়াড়দের যদি তারা ফিটনেসের প্রতি অমনোযোগী হয়ে পড়ে। আরটিভি অনলাইনকে এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই-পারফরম্যান্স ইউনিটের কোচ চাম্পাকা রামানায়েকে। এই সময়ে তিনিও অবস্থান করছেন শ্রীলঙ্কায়।

দীর্ঘদিন খেলা থেকে বাইরে থাকার পর আবার খেলা মাঠে গড়ালে খেলোয়াড়রা নিজেদের কীভাবে দ্রুত মানিয়ে নেবে এটাও একটা দুশ্চিন্তার বিষয়, মনে করিয়ে দিলেন চাম্পাকা।

তার মতে এই সময়েও যদি ফিটনেস ঠিক রাখা যায় তাহলে খুব দ্রুতই মানিয়ে নেয়া যাবে। বিশেষ করে বোলারদের সঠিক কাজ করতে হবে।