• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে বসতে চলা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের নতুন সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০২০, ১৮:৫৬
fifa
ছবি-সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপের নতুন দিনক্ষণ চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতেই বসছে তরুণীদের ফুটবলের এই আসর।

চলতি বছরের নভেম্বর মাসে এই টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল। তবে করোনা ছোবলে নারীদের যুব বিশ্বকাপ পিছিয়ে দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয়। তাই তিন মাস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সফল আয়োজক ছিল ভারত। ২০১৭ সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিশ্বকাপ আয়োজনের ব্যবস্থাপনা দেখে প্রশংসা করেছিল ফিফা। তাই সাফল্যের পুরস্কার হিসাবে ২০২০ অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল ভারত।

নতুন সূচি অনুযায়ী, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৭ মার্চ পর্যন্ত চলবে অনূর্ধ্ব-১৭ মেয়েদের এই বিশ্ব আসর।

বয়সভিত্তিক টুর্নামেন্ট হওয়ায় ফুটবলারদের ছাড়পত্রের জন্য সময়সীমাও বদলে দিতে হয়েছে ফিফাকে।

২০০৩ সালের ১ জানুয়ারির পরে এবং ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের আগে জন্ম তারিখ হতে হবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ফুটবলারদের।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh