• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুশফিকের ব্যাট নিলামে নকল বিডার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০২০, ১৯:১৯
Fake bidder in Mushfiqur's bat auction
মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট

করোনা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে দেশের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার প্রিয় ব্যাট তুলে দিয়েছেন নিলামে। অনলাইন ই-কমার্স সাইট ‘পিকাবো’-এর মাধ্যমে নিলামে উঠে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট।

বাংলাদেশ ক্রিকেটের এই ঐতিহাসিক ব্যাট যাতে ভালো দামে বিক্রি হয় তাই চারদিনের জন্য রাখা হয়েছে নিলামে। কিন্তু বিপত্তি ঘটিয়েছে নকল বিডাররা।

মিথ্যা দাম হাঁকিয়ে বিপদে ফেলছে নিলামকারী প্রতিষ্ঠানকে। গত দুই দিনে প্রায় পঞ্চাশ জন দাম হাঁকিয়েছেন। তাতে দাম উঠে যায় ৪০ লাখ টাকায়।

কিন্তু আজ মঙ্গলবার বিকেলে হঠাত করেই বন্ধ করে দেয়া হয় ব্যাটের নিলাম। এনিয়ে পিকাবো থেকে জানানো হয়েছে, নকল বিডার ও আসল বিডার আলাদা করতেই আপাতত বন্ধ রাখা হয়েছে কিছুক্ষণের জন্য। আবার আজ রাত ৮টা থেকে শুরু করা হবে।

মুশফিকের ব্যাট ছাড়াও মোসাদ্দেক হোসেনের ব্যাট, নাঈম শেখের ব্যাট, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভসের সঙ্গে নিলামে তোলা হয়েছে মাশরাফি বিন মোর্ত্তজার অটোগ্রাফ দেয়া ক্যাপ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’
X
Fresh