• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্থগিত হলো মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০২০, ১৬:৪২
The girls' World Cup qualifiers have been postponed
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের মহামারী প্রকোপে দিন দিন লম্বা হচ্ছে স্থগিত হওয়ার তালিকা। যেখানে সবশেষ যুক্ত হলো মেয়েদের ২০২১ বিশ্বকাপ বাছাই পর্ব। শ্রীলঙ্কায় আগামী ৩ থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব। যেখানে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশসহ ১০ দলের।

এছাড়াও স্থগিত করা হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্ব। সূচি অনুযায়ী যা ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ডেনমার্কে সবার কথা ছিল।

যদিও সিদ্ধান্ত হয়নি আফ্রিকা অঞ্চলের তাঞ্জানিয়াতে বাছাই পর্বের খেলা ও এশিয়া অঞ্চলের থাইল্যান্ডের খেলাগুলো।

মঙ্গলবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, আয়োজক দেশ ও দেশগুলোর স্বাস্থ্য বিভাগ এবং বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি অনুকূলে আসলে টুর্নামেন্টগুলোর সময়সূচী অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

এছাড়াও শঙ্কা রয়েছে চলতি বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়েও। স্থগিত হয়ে গেছে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সিরিজগুলো। যাতে তৈরি হয়েছে সূচী জটিলতাও।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি ফুটবল টুর্নামেন্ট
দ্য হানড্রেড টুর্নামেন্টে সাকিব-তামিমসহ দল পাননি যেসব ক্রিকেটার
X
Fresh