• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোন দিক থেকে অস্ট্রেলিয়া সেরা, প্রশ্ন গম্ভীরের

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ১১ মে ২০২০, ১৭:৫৬
gautam gambhir
গৌতম গম্ভীর

২০১৬ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাংকিংয়ের সবার উপরে ছিল ভারত। ২০২০ সালে এসে শীর্ষ স্থান থেকে নিচে নামতে হলো। নিউজিল্যান্ডের মাটিতে দুটি টেস্ট ম্যাচে বাজেভাবে হেরেছে বিরাট কোহলির দল। এই সুযোগে শীর্ষে চলে আসে অস্ট্রেলিয়া।

ভারতে শীর্ষস্থান হারানোর পর দলটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর চটেছেন।

স্টার স্পোর্টসর একটি অনুষ্ঠানে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘কোন দিক থেকে অস্ট্রেলিয়া সেরা দল? হোম ও অ্যাওয়ে দুই ক্ষেত্রেই ভারতই সবচে কঠিন প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতেও জিতেছে তারা। অনেক দল এ ভাবে দেশের বাইরে গিয়ে জিততে পারেনি।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মাবলী নিয়েও খুব একটা সন্তুষ্ট নন গৌতম। কোন যুক্তিতে হোম এবং অ্যাওয়ে ম্যাচে জয়ের ক্ষেত্রে দলগুলোকে সমান পয়েন্ট দেয়া হচ্ছে, সেটি তার কাছে স্পষ্ট নয়। আইসিসির এই নিয়মকে অদ্ভুত বলে আখ্যা দিয়েছেন তিনি।

‘আমি পয়েন্ট ও র‌্যাংকিং সিস্টেমে বিশ্বাসী নই। টেস্ট চ্যাম্পিয়নশিপেই যেমন। বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতলেও যা পয়েন্ট ঘরে জিতলেও একই পয়েন্ট! এটা কেমন ‍নিয়ম!’

১ মে নতুন র‌্যাংকিং প্রকাশ করে আইসিসি। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে সবার উপরে আসে অস্ট্রেলিয়া। ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে নিউ জল্যান্ড। ২ রেটিং পয়েন্ট খুইয়ে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে টিম ইন্ডিয়া এখন তিন নম্বরে।

‘আমার মতে ভারতেরই শীর্ষে থাকা উচিৎ। কেন অস্ট্রেলিয়াকে শীর্ষ স্থান রাখা হলো সেটি আসার প্রশ্ন। তারা দেশের বাইরে অনেক বাজে ক্রিকেট খেলছে। বিশেষ করে উপমাহাদেশের মাটিতে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে আইরের ইতিহাস
২০২৭ বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
‘নিষিদ্ধ’ হাসারাঙ্গার আইপিএলও শেষ
X
Fresh