• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খেলায় ফেরাটাই সাকিবের আসল চ্যালেঞ্জ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ মে ২০২০, ১৫:১৭
খেলায় ফেরাটাই সাকিবের আসল চ্যালেঞ্জ
সাকিব আল হাসান

দেখতে দেখতে নিষেধাজ্ঞার ছয় মাস পার করে ফেলেছেন সাকিব আল হাসান। বাকি আছে আরও ৬ মাস। কিন্তু বিশ্বের বর্তমান পরিস্থিতির যে অবস্থা তাতে ককে ক্রীড়াঙ্গন স্বাভাবিক হবে তারও কোনও নিশ্চয়তা নেই।

খেলায় নেই বলে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে আছেন স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে।

আজ বাংলাদেশ সময় দুপুরে দিকে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ নামক লাইভ অনুষ্ঠানের অতিথি ছিলেন সাকিব।

যেখানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকার বর্তমান ও ভবিষ্যতের দিকগুলো। সাকিবের কাছে জানতে চাওয়া হয়, খেলায় ফিরলে অধিনায়কত্ব করবেন কী না।

৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার জানিয়েছেন, সবার আগে তিনি খেলায় ফিরতে চান। লম্বা সময় ধরে ক্রিকেট না খেলা সাকিবের লক্ষ্য নিজেকে দলে থিতু করাও।

‘সবার আগে তো আমি খেলায় ফিরতে চাই। সাড়ে পাঁচ মাস পর যখন খেলায় ফিরব, বাকি সব সিদ্ধান্ত পরে নিব। তার আগে অন্য কোনও ভাবনা নেই, এখন চিন্তা যত তাড়াতাড়ি এই সময়টা যাবে। আমার যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু করতে পারাটাই আমার বড় চ্যালেঞ্জ।’

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
X
Fresh