logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ জন, সুস্থ ৪০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা আক্রান্ত নন জাভেদ ওমর, দুঃখ প্রকাশ তামিমের

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১১ মে ২০২০, ০০:০৫ | আপডেট : ১১ মে ২০২০, ১৫:২০
করোনা আক্রান্ত নন জাভেদ ওমর, দুঃখ প্রকাশ তামিমের
জাভেদ ওমর বেলিম
করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশের সব জেলায়। লক-ডাউন থাকলেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।

আক্রান্তের তালিকায় যোগ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। এমনটা জানান তামিম ইকবাল।

এমন খবরের পর তামিম ইকবাল আরেকটি পোস্টে দুঃখ প্রকাশ করে বলেন, করোনা আক্রান্ত হননি জাভেদ ওমর বেলিম।

‘জাভেদ ওমর বেলিম ভাইয়ের কাছে দুঃখপ্রকাশ করছি। আজকে ফেইসবুক লাইভে সাবেক তিন অধিনায়কের সঙ্গে আড্ডার সময় আমরা বলেছিলাম যে, জাভেদ ভাই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আসলে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ভুল তথ্য পেয়েছিলাম আমরা। জাভেদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি পুরোপুরি সুস্থ আছেন। সবার কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

রোববার রাতে তামিম ইকবালের ফেসবুক লাইভ আড্ডায় এমন খবর নিশ্চিত করেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার।  যেখানে ছিলেন নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন।

হাবিবুল বাশার জানান, গত তিন দিন আগে জাভেদ ওমরের করোনা পরীক্ষা করা হয়। আজ রিপোর্ট আসে তিনি আক্রান্ত হয়েছেন। এরপর তিনি বাসায়ই আছেন অবস্থা আগের চাইতে ভালো। অনেকটা সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান তিনি।

এখন পর্যন্ত তিন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। এই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার সোলো এনকোয়েনি, স্কটল্যান্ডের মাজিদ হক ও পাকিস্তানের জাফর সরফরাজ।

ক্রিকেটারদের মধ্যে আক্রান্ত হওয়া প্রথম ব্যাক্তি জাফর সরফরাজ গত ১৩ এপ্রিল মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে।

এমআর/

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়