• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কোরিয়ায় মিলিটারি শুটিংয়ে সেরা টটেনহ্যাম তারকা

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ০৮ মে ২০২০, ১৮:০৬
son-heung-min
হিউং মিন সন

দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিককে দুই বছরের জন্য বাধ্যতামূলক সেনাবাহীনিতে কাজ করতে হবে। যদি দেশের জন্য কেউ আন্তর্জাতিক ক্ষেত্রে কোনও সম্মান বা পদক এনে দিলে তাহলে তার জন্য রয়েছে বিশেষ ছাড়। ওই ব্যক্তিকে মাত্র তিন সপ্তাহের জন্য সেনাবাহীনিতে যোগ দিবেন।

২০১৮ এশিয়ান গেমস ফুটবলে দক্ষিণ কোরিয়াকে স্বর্ণ পদক এনে দিয়েছিলেন হিউং মিন সন। করোনার প্রভাবে যখন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা স্থগিত। তখন টটেনহ্যাম হটসপারের এই তারকা সুযোগ বুঝে বাধ্যতামূলক তিন সপ্তাহের সেনা ট্রেনিং করে ফেলেছেন।

২৭ বছর বয়সী হিউং মিন সনের সঙ্গে মোট ১৫৭ জন ট্রেনিং নিয়েছেন। তাদের মধ্যে সেরা হয়েছেন তিনি। জিতে নিয়েছেন পুরস্কারও।

কোরিয়া হেরাল্ডের বরাতে দ্য সান জানিয়েছে, মিলিটারির শুটিং ও বেয়োনেট স্কিল, কেমিক্যাল, বায়োলোজিক্যাল ও রেডিওলোজিক্যাল ট্রেনিং করেন টটেনহ্যামের এই ফরোয়ার্ড।