• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসিরা কবে মাঠে নামছেন জানালেন লেগেনেস কোচ

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ০৮ মে ২০২০, ১৬:৪১
2019 20 laliga
শুক্রবার থেকে অনুশীলন শুরু করেছে লিওনেল মেসির বার্সেলোনা

লা লিগার কবে শুরু হচ্ছে কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তা জানায়নি। তবে গণমাধ্যমকে শুরু ও শেষ হবার দিন জানিয়ে দিয়েছেন লেগেনেসের কোচ জেভিয়ার আগুইর।

মেক্সিকান এই কোচ জানালেন, পাঁচ সপ্তাহ জুড়ে চলবে স্প্যানিশ লিগ। জুনের তৃতীয় সপ্তাহে শুরু হয়ে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠে গড়াবে খেলা।

জেভিয়ার আগুইর বলেন, ২০ জুন থেকে শুরু করবো। শেষ হবে ২৫ জুলাই।

শুক্রবার থেকে লিগের সবদলগুলো অনুশীলন শুরু করছে। অভিজ্ঞ এই কোচ জানান, সপ্তাহে চারদিন লিগের ম্যাচগুলো খেলা হবে।

‘শনি-রবি ও বুধ-বৃহস্পতিবার খেলানো হবে ম্যাচগুলো। মোট ১১ রাউন্ড আয়োজন করা হবে। আমি অনেক খুশি কারণ শুক্রবার থেকে অনুশীলন শুরু করতে চলেছি আমরা। সৌভাগ্যক্রমে আমাদের টেস্টও সম্পন্ন হয়ে গিয়েছে।’ যোগ করেন তিনি।

করোনাভাইরাসের প্রকোপে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে স্থগিত হয়ে যায় লিগ। এই পর্যন্ত প্রতিটি দলই ২৭টি করে ম্যাচে অংশ নিয়েছে।

৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিওনেল মেসি নেতৃত্বাধীন বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জিনেদিন জিদানের দায়িত্বে থাকা রিয়াল মাদ্রিদ। ২৩ পয়েন্ট তুলে ১৯তম স্থানে রয়েছে লেগেনেস।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অন্যায়ের শিকার হয়েছে বার্সেলোনা’
কবে অবসর নেবেন, জানালেন মেসি
মায়োর্কাকে হারিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে বার্সেলোনা
বার্সেলোনাকে হটিয়ে আবারও শীর্ষ দুইয়ে জিরোনা
X
Fresh