• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবশেষে ইতালিতে রোনালদো, থাকতে হবে কোয়ারেন্টিনে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০২০, ১৩:১১
cristiano-ronaldo
পরিবারসহ রোনালদো || ফাইল ছবি

পর্তুগাল থেকে ইতালি পৌঁছতে কম ভোগান্তি পোহাতে হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ধারণা করা হচ্ছিল জুভেন্টাসে ফিরতে আরও সময় লাগতে পারে দলটির সবচেয়ে বড় তারকার। করোনার প্রকোপে স্পেনের আকাশে বিমান চলাচলের অনুমতি না থাকায় বিলম্বের পর অবশেষে তুরিন এসে পৌঁছেছেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী।

রোনালদোর জি-সিক্স ফাইভ জিরো গালফ স্ট্রিম মডেলের প্রাইভেট জেট অবতরণ করে সোমবার স্থানীয় সময় রাত ১০টার পর (বাংলাদেশ সময় রাত তিনটা)।

ডেইলি মেইল জানায়, ৩০ মিলিয়ন পাউন্ড মূল্যের প্রাইভেট জেটে রোনালদোর পরিবার ও দুই জন নার্স ছিলেন।

সোমবার থেকে জুভেন্টাসের খেলোয়াড়রা একক অনুশীলন শুরু করলেও সিআর সেভেনকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।