itel
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৪ জন, আক্রান্ত ৩২০১ জন, সুস্থ হয়েছেন ৩৫২৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

‘আমি নিশ্চিত মেসি কাতার বিশ্বকাপে খেলবেন’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৫ মে ২০২০, ১২:৩১ | আপডেট : ০৫ মে ২০২০, ১৩:০৪
xavi messi
লিওনেল মেসি ও জাভি
ক্যামেরন ও বার্সেলোনার সাবেক তারকা স্যামুয়েল ইতো ইন্সটাগ্রামে লাইভ আড্ডার ব্যবস্থা করেছিলেন। যুক্ত হয়েছিলেন বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। আড্ডায় জানিয়েছেন, প্রিয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী তিনি। কথা বলেছেন লিওনেল মেসির ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও। সাবেক সতীর্থ নেইমারকে আবারও ব্লাউগ্রানাদের জার্সিতে দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন স্পেনের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার। 

জাভি মনে করেন,  আর্জেন্টাইন মহাতারকার ৪০ বছরের কাছাকাছি বয়স পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য আছে। বার্সা ও আর্জেন্টিনা এখনও অনেক কিছু মেসি থেকে আদায় করতে পারবে।

৩২ বছর বয়সী মেসিকে নিয়ে জাভি বলেন, ‘তার এখনও পাঁচ থেকে সাত বছর খেলার মতো সামর্থ্য রয়েছে।’ 

ছয়বারের ব্যালন ডি’ অর জয়ীকে ২০২২ বিশ্বকাপে মাঠ মাতাতে দেখা যাবে বলে দাবি করেন সাবেক এই মিডফিল্ডার।

‘নিজের ভালো খেয়াল রাখে তাই ৩৭, ৩৮ অথবা ৩৯ বছর বয়সেও মাঠে দেখা যাবে তাকে। অবশ্যই কাতার বিশ্বকাপে অংশ নেবেন তিনি। আমি নিশ্চিত।’

২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ী এই তারকার মতে, ফুটবলের ইতিহাসে সেরাদের সেরা হচ্ছেন মেসি।

‘মেসিকে অনুশীলন করানোও সৌভাগ্যের। আমরা সর্বকালের সেরা ফুটবলারের বিষয় নিয়ে আলাপ করছি।’

বর্তমানে কাতারের দল আল সাদের দায়িত্ব পালন করছেন জাভি। কয়েকদিন আগেই গুঞ্জন উঠেছিল কাতালান দলটির দায়িত্ব বুঝে নিতে চলেছেন তিনি। এই নিয়ে বার্সা কর্তাদের সঙ্গে আলোচনাও হয়েছিল তার।

লাইভ আড্ডায় স্যামুয়েল ইতোকে জবাব দিতে গিয়ে জাভি বলেন, ‘জানুয়ারি উপযোগী সময় ছিল না। এরিক আবিদাল (স্পোর্টিং ডিরেক্টর) ও অস্কার ঘারুর (সিইও) সঙ্গে কথা হয়েছিল। সেটা সেরা সময় ছিল না। আমার আরও অভিজ্ঞতা দরকার। বার্সেলোনার কোচ হওয়া আমার স্বপ্ন। একদিন না একদিন সেটা পূরণ করতে চাই। আগেও অনেকবার সেটা বলেছি।’

প্যারিস সেন্ট জার্মেইর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারকে আবারও নু ক্যাম্পে দেখতে চান বলে জানিয়েছেন জাভি।

‘ফুটবলের দৃষ্টিতে বিশ্বের সেরা তিন অথবা পাঁচে রয়েছেন তিনি। এতে কোনও সন্দেহ নেই। আশাকরি আবারও দেখা যাবে তাকে। আমি বার্সেলোনার সমর্থক অবশ্যই চাইবো সেরা খেলোয়াড়রাই দলের হয়ে খেলুক।’

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৫৬১৮ ৭৬১৪৯ ২০৯৬
বিশ্ব ১১৫৮৪৮৭৪ ৬৫৫২২৯২ ৫৩৭৩৬২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়