• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শিগগরিই মাঠে ফিরছেন মেসিরা, টিভিতে দেখা যাবে খেলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০২০, ১৩:২৪
messi la liga
বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদ দলপতি সার্জিও রামোস

ইউরোপে করোনাবিরোধী লড়াই চলছেই। মূল চ্যালেঞ্জটি হচ্ছে স্বাভাবিক জীবনে ফিরে আসা। এরই মধ্যে ইতালিতে-জার্মানিতে ফুটবল শুরুর ঘোষণা দেয়া হয়েছে। স্পেনে কবে শুরু হচ্ছে ফুটবল, এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ।

১৪ মার্চ থেকে লকডাউন জারি করা হয় স্পেনে যুক্তরাষ্ট্রের পরই আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। ২ লাখ ৪৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মারা গেছে ২৫ হাজারের বেশি মানুষ।

দীর্ঘ লকডাউন শেষে কড়াকড়ি কিছুটা শিথিল করা হয়েছে দেশটিতে। শরীর চর্চার জন্য বাইরে বের হতে অনুমতি দেয়া হয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ফুটবলের চেয়েও বাস্কেটবল বেশি পছন্দ করি। তবে করোনা পরবর্তী সময়ে ফুটবল দিয়েই দেশের খেলা ফিরে আসুক এমনটাই চাচ্ছি।’

লিওনেল মেসি-সার্জিও রামাসোরা কবে থেকে মাঠে নামতে পারবেন। তার সিদ্ধান্ত ফুটবল সংশ্লিষ্টরাই চূড়ান্ত করবে বলে জানিয়েছেন পেদ্রো স্যানচেজ।

তিনি বলেন, ‘কবে থেকে খেলা শুরু হবে সেটার লিগ কমিটি ও ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিবে।’

প্রথম দফায় লা লিগার ফুটবলাররা আলাদা আলাদাভাবে অনুশীলন করবে। তবে অবশ্যই করোনা নিয়ে সতর্কতা মেনে মাঠে প্রস্তুতি সারতে প্রাধান্য দিতে বলা হয়েছে। স্প্যানিশ সরকার প্রধান জানিয়েছেন, শুরুর দিকে গ্যালারিতে নয় টিভির পর্দায় দেখতে হবে খেলা।

স্যানচেজ বলেন, পেশাদার ফুটবলাররা একক অনুশীলন শুরু করতে পারবেন। আশা করি শিগগরিই খেলা দেখতে পাবেন। তবে মাঠে গিয়ে নয় আপাতত টিভিতে খেলা দেখতে হবে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh