• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লক-ডাউনে জুমার নামাজ মিস করছেন তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০২০, ২৩:০৫
লক-ডাউনে জুমার নামাজ মিস করছেন তামিম
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের মহামারী প্রভাবে লক-ডাউনের এ সময়টায় ঘরে বসে অবসাদে ভুগছেন মাঠের তারকরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অবসাদ কাটাতে বিভিন্নভাবে সময় পার করছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও এর বাইরে নয়।

এর আগে শনিবার রাতে মুশফিকুর রহিমকে নিয়ে ইন্সটাগ্রাম লাইভে এসেছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আজ তামিমের সঙ্গে লাইভ আড্ডায় যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের আরেক কাণ্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ।

চলছে লক-ডাউন, তাই বের হবার উপায় নেই। ঘরে বসে সবাই কম বেশি তাদের দৈনন্দিন কাজগুলো মিস করছেন। তামিমের কাছে রিয়াদের প্রশ্ন ছিল, লক-ডাউনের এই সময়টায় তামিম সবচেয়ে বেশী কি মিস করছেন।

তামিমের সোজাসাপ্টা উত্তর, শুক্রবারের নামাজ। সারল্য নিয়ে বললেন, ছোটবেলা থেকে শুনে এসেছেন তিন জুম্মা মিস করলে সমস্যা হয়। সেই ব্যাপারটায় তামিমের মনে জন্ম দিয়েছে শূন্যতার।

অন্যদিকে রিয়াদ বললেন, নামাজের সঙ্গে নিজেদের মধ্যে হওয়া নিয়মিত আড্ডাগুলোও বেশ মিস করছেন রিয়াদ। দেশ-বিদেশে অনেক ট্যুরেই একসঙ্গে ছিলেন রিয়াদ, সেই স্মৃতিগুলোই অনেকটা নস্টালজিক করছে রিয়াদকে।

ব্যক্তিগত আড্ডা ছাড়াও তামিম-রিয়াদ কথা বলেছেন নিজেদের ক্রিকেটীয় জীবন নিয়ে। সেখানে এসেছে, প্রিয় ইনিংস, প্রিয় ক্রিকেটার, প্রিয় সিরিজের গল্প।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
X
Fresh