• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

সামর্থ্যের ভেতর থাকলে মুশফিকের ব্যাট কিনবেন তামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ মে ২০২০, ২৩:৪১
সামর্থ্যে ভেতর থাকলে মুশফিকের ব্যাট কিনবেন তামিম
শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গলে করা ডাবল সেঞ্চুরির ব্যাট

ইন্সটাগ্রাম লাইভে টাইগার দুই তারকার লাইভ আড্ডা জমে উঠেছিল ঘণ্টা খানিক। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের আড্ডায় যুক্ত হয়েছিল প্রায় চার হাজারের মতো মানুষ।

দুজনের আড্ডায় উঠে আসে করোনা আক্রান্ত মানুষদের কথা। এই দুঃসময়ে কেমন কাটছে তাদের জীবন। যে যার জায়গা থেকে বাড়াচ্ছেন সহযোগীতার হাত।

তামিম ইকবাল এরিমধ্যে একশ’র বেশি ক্রীড়াবিদকে পাঠিয়েছেন উপহার সামগ্রী। এছাড়াও বিভিন্নভাবে সহায়তা করছেন সাধারণ মানুষকে।

মুশফিকও তৈরি হচ্ছেন এই কাতারে নিজেকে নিয়ে যাওয়ার। যে জন্য নিলামে তুলতে যাচ্ছেন শ্রীলঙ্কার বিপক্ষে করা প্রথম ডাবল শতকের ব্যাটটি।

যে ব্যাটটা মুশফিকের কাছে সবচেয়ে প্রিয়। তবে দেশের প্রয়োজনে উৎসর্গ করতে মোটেই খারাপ লাগছে না বলে জানান তিনি।

এসময় মুশফিক অনুরোধ করেন তার স্মৃতিবিজড়িত এই ব্যাটটি যেন অনেক দামে কিনে নেন।

‘আমি জানি অন্য কোনো লিজেন্ড ক্রিকেটারের ব্যাট হলে অনেক দাম উঠত। কিন্তু আমি চাইব ব্যাটটা যত বেশি দামে কিনতে পারেন। কেন না এখান থেকে পাওয়া অর্থ মহৎ কাজে ব্যয় হবে। আমার কাছে এই ব্যাটটা অনেক স্পেশাল।’

এমনটা শুনে তামিম ইকবালও বলেন, আমারও ইচ্ছা আছে ব্যাটটা কেনার। যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে তো অবশ্যই কিনে নিব।

যদিও কবে ব্যাটটা নিলামে তোলা হবে এখনও কিছুই জানাননি মুশফিক। এর আগে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপ মাতানো ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি করেছেন নিলামে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
এবার তামিমের স্ত্রী আয়েশার আবেগঘন পোস্ট
X
Fresh