logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ০২ মে ২০২০, ১৬:৪৬
আপডেট : ০২ মে ২০২০, ১৯:১৩

দ্বিতীয় সন্তানের নাম জানালেন সাকিব-শিশির

shakib shishir
সাকিব ও শিশির
সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির তাদের দ্বিতীয় সন্তানের নাম জানিয়েছেন। শনিবার দুপুরে ফেসবুক পোস্টের মাধ্যমে পরিবারের নতুন সদস্যের নাম জানানো হয়েছে এই দম্পতির পক্ষ থেকে।

উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরে নিজেদের বাড়িতে অবস্থান করছেন তারা।

নিজেদের ফেসবুক থেকে আলাদা পোস্ট দিয়ে সাকিব-শিশির বলেন, ‘গেল ২৪ এপ্রিল শুক্রবার পবিত্র মাহে রমজানের প্রথম দিন ফজরের সময় আমাদের ঘরে আরেকটি মেয়ে সন্তান জন্ম নেয়। আল্লাহ সুবাহানু ওয়া তা’আলার পক্ষ থেকে যা আমাদের কাছে বিশেষ আশীর্বাদ।’ 

এই দম্পতির পক্ষ থেকে বলা হয়, ‘তার নাম রাখা হয়েছে ইরাম হাসান। যার অর্থ হচ্ছে জান্নাত। কারণ সে সত্যিই জান্নাতের টুকরো। আলহামদুলিল্লাহ।’

২০১৫ সালে ৯ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে সাকিবের স্ত্রী মেয়ে সন্তানের জন্ম দেন। তার নাম রাখা হয়েছিল আলায়না হাসান অব্রি। 

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরের সঙ্গে বিয়ে করেন সাকিব। শিশিরের পৈতৃক ভিটা নরসিংদীর মনোহরদীতে।

ওয়াই

RTVPLUS