• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টেস্টে বাংলাদেশকে টপকে গেল আফগানরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ মে ২০২০, ১৭:০৩
টেস্টে বাংলাদেশকে টপকে গেল আফগানরা
ছবি- সংগৃহীত

প্রথম দেখায় চট্টগ্রামে বাংলাদেশকে একরকম উড়িয়ে দেয় সাদা পোশাকের আফগানিস্তান। পাঁচ দিনের ক্রিকেটেও যে আগানরা দারুণ খেলে সেটার প্রমাণ অন্তত বাংলাদেশ পেয়েছে।

এই হারটাই বাংলাদেশের টেস্ট র‍্যাংকিংয়ে কাল হয়ে দাঁড়িয়েছে। ওই ম্যাচটা অন্তত ড্র করতে পারলেও বাঁচা যেত। ড্র করার মতো যথেষ্ট সুযোগও পেয়েছিল সাকিবরা।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষিত সবশেষ র্যাং কিংয়ে বাংলাদেশ নেমেছে ৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে। অন্যদিকে মাত্র তিন ম্যাচে ৫৭ রেটিং পয়েন্ট নিয়ে উঠে গেল ৯ নম্বরে।

টেস্ট র‍্যাংকিংয়ে পতন হলেও ওয়ানডেতে ৭ নম্বরেই আছে। তবে ট-টোয়েন্টিতে এগিয়েছে একধাপ। এক্ষেত্রে আফগানরা চলে গেছে ১০ নম্বরে, বাংলাদেশ উঠে এলো ৮ নম্বরে।

এদিকে টানা চার বছর ধরে টেস্ট র‍্যাংকিংয়ে ১ নম্বরে থাকা ভারতকে পেছনে ফেলে ১ নম্বর জায়গা দখল করেছে অস্ট্রেলিয়া। এক নম্বরে থাকা ভারতের অবস্থা এখন তিন আর নিউজিল্যান্ড উঠে এসেছে ২ নম্বরে, চারে ইংল্যান্ড।

টেস্টের মতো শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এবারই প্রথম অজিরা টি-টোয়েন্টির ১ নম্বরে উঠলো। ওয়ানডেতে এক নম্বরে ইংল্যান্ডই রয়েছে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh