• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নেতৃত্বের প্রস্তাবের বিষয়টি গুজব: ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ এপ্রিল ২০২০, ১৬:৩৫
নেতৃত্বের প্রস্তাবের বিষয়টি গুজব: ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার হয়ে আবারও মাঠে নামবেন এবি ডি ভিলিয়ার্স। এমন খবরে সমর্থকরা দারুণ খুশি। এমন খবরের সঙ্গে গত দু’দিন ধরে আরেকটি খবর যোগ হয়, এবি কে প্রস্তাব দেয়া হয়েছে দলের অধিনায়কত্ব করার।

স্টার স্পোর্টস আয়োজিত ‘ক্রিকেট কানেক্টেড’ শো তে এবি ডি ভিলিয়ার্স জানা, দলে ফিরতে নিজেকে দারুণভাবে তৈরি করছি আমি। শুধু তাই নয়, প্রোটিয়া দলের দায়িত্ব নিতেও আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আগ্রহী কী না।’

তার এমন বক্তব্যের পর বেশ কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, ভিলিয়ার্সের পূনরায় নেতৃত্ব পাবার খবর। তবে টুইটারে এবি জানিয়েছেন, এমন খবর সত্য নয়।

‘খবরে বলা হচ্ছে, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমাকে জাতীয় দলের নেতৃত্ব দিতে বলেছে, যা সত্য নয়। এই সময়ে কোনটা বিশ্বাস করবেন, তা বোঝা আসলে কঠিন। অদ্ভুত সময়। সবাই নিরাপদে থাকুন।’

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্সের পর অবসরে যাওয়া এবি ডি ভিলিয়ার্সকে দলে ফেরার জন্য জোর চেষ্টা চালায় দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে ২০১৮ সালে হঠাতই অবসরের ঘোষণা দেন ৩৬ বছর বয়সী এই উইকেট রক্ষক-ব্যাটসম্যান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh