• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

করোনার থাবায় বাতিল নেইমারদের লিগ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ২৩:২৫
neymar
ফাইল ছবি

করোনার দাপটে বাতিল হলো লিগ ওয়ান। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের খেলার আয়োজন বাতিলের ঘোষণার পর দেশটির ফুটবলের সর্বোচ্চ লিগ বাতিল হয়ে গেল।

মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফিলিপে বলেন, সেপ্টেম্বরের আগে বড় ধরনের খেলাগুলো আয়োজন করা সম্ভব না। ফুটবলের ২০১৯-২০ মৌসুমও মাঠে গড়াচ্ছে না।

ফ্রেঞ্চ প্রফেশনাল লিগ (এলএফপি) অবশ্য জুনের ১৭ তারিখের মধ্যে মাঠে ফেরার চিন্তা ভাবনা করে আগে বাড়ছিল। অন্যদিকে উয়েফা কর্তৃপক্ষ আগামী ২ আগস্টের মধ্যে মৌসুম শেষ করার সময় বেঁধে দিয়েছিল।

তবে প্রধানমন্ত্রীর মন্তব্য সব আশায় বালি দিয়ে দিয়েছে। তাই চলতি মৌসুম কোনওভাবেই মাঠে ফেরানো সম্ভব নয়।

আগামী মাসের শুরুর দিকে এলএফপি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে কে হবে এবারের চ্যাম্পিয়ন। কাদের রেলিগেশনে পাঠানো হবে আর কোন দলগুলোকে তুলে আনা হবে সর্বোচ্চ লিগে।

আসলে টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ লিগের শিরোপাটা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) পাবে। নেইমার-এমবাপেদের দল ১২ পয়েন্ট নিয়ে অলিম্পিক মার্সেইর তুলনায় এগিয়ে আছে।

অন্যদিকে মার্সেই ও রেনে উয়েফা চ্যাম্পিয়নস লিগের জায়গা করে নিয়েছে। ইউরোপা লিগের স্থান করে নিয়েছে লিলে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
X
Fresh