• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পা ভেঙ্গে সাইদের অলিম্পিক শেষ

অনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট ২০১৬, ১৫:০১

বাম পায়ের হাড় ভেঙ্গে অলিম্পিক যাত্রা শেষ হয়ে গেল ফরাসি জিমন্যাস্ট সামির আইত সাইদের। শনিবার ভল্ট শেষ করে ল্যান্ডিং এর সময় এ দুর্ঘটনা ঘটে।

সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সাইদ রিং স্পেশালিস্ট। ২৬ বছরের এ জিমন্যাস্ট অলিম্পিকে ফ্রান্সের অন্যতম সদস্য ছিলেন। এর আগে ২০১২ সালে ইনজুরির কারণে অলিম্পিক থেকে বাদ পড়েন সাইদ।

তার এ ঘটনায় ভেঙ্গে পড়েছে গোটা ফরাসি শিবির। অলিম্পিকে ফ্রান্স দলের প্রধান কোরিন মাস্টার্ড ক্যালোন বলেন, এটা দলের জন্য খুবই কষ্টকর । স্বর্ণ জয়ের উদ্দেশ্যেই সে অলিম্পিকে এসেছিল।

ফ্রান্স জিমন্যাস্টিকসের টুইটে জানানো হয়, সাইদের বাম পায়ের টিবিয়া ও ফিবুলা ভেঙে গেছে। জরুরিভাবে তার সার্জারি করতে হবে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh