• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জুভেন্টাসের বিপক্ষে ‘ফাইনাল’ খেলতে রাজি লাজিও

স্পোর্টস ডেস্ক আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১৩:৪৮
Lazio vs Juventus
ফাইল ছবি

মৌসুমে ২৬তম ম্যাচ খেলার পর আর মাঠে নামতে পারেনি জুভেন্টাস ও লাজিও। ৬৩ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা সবার উপরে অবস্থান করছে। এক পয়েন্ট কম নিয়ে সিরি আ’তে দ্বিতীয় স্থানে রয়েছে লাজিও। ১৯৯৯-২০০০ মৌসুমের পর যাদের সামনে আবারও ইতালিয়ান চ্যাম্পিয়ন হবার সুযোগ। যদিও করোনাভাইরাসের কারণে লিগ স্থগিত রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে আশার বাণী শুনিয়েছেন। আগামী ৪ মে থেকে সীমিত আকারে অনুশীলন ‍শুরু করতে পারবে দলগুলো। জুনের ২ তারিখ থেকে লিগ শুরু হওয়ার কথা। যদিও মৌসুম শেষ করা নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। এমন অবস্থায় ফাইনালের আদলে একটি ম্যাচ খেলে শিরোপা নির্ধারণ হলেও রাজি আছেন লাজিওর স্বত্বাধিকারী ক্লাডিও ললিতো। তবে লিগে থাকা বাকিদের কথাও রয়েছে তার ভাবনায়।

লা রিপাবলিকার পক্ষ থেকে ললিতোকে প্রশ্ন করা হয়, আপনি টেবিলের সেরা দুই দলের লড়াই চান?

‘হ্যাঁ। সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করব। তবে বিষয়টি নিয়ে আমি আগে ভেবে দেখিনি।’

লিগের অন্য সদস্যরাও ভাবনায় রয়েছে রোমের প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর।

‘মৌসুমের শুরুতেই কিছুটা পিছিয়ে পড়েছিলাম। ইউরোপা লিগও বাদ দিতে হয়েছিল আমাদের। তাই প্রতি সপ্তাহে একবার করে মাঠে নেমেছিলাম। অন্যদিকে প্রতিটি দলই দুইবার করে খেলছিল। লিগ শুরু করলে হয়ত আমরাও সেই সুযোগটি পাবো। আসলে আমি ২০টি দলের সুবিধা নিয়েও ভাবছি।’

চলতি মৌসুমে দুইবার বড় ব্যবধানে জুভিদের হারিয়েছে লাজিও। একটি সিরি আ’য় অপরটি ইতালিয়ান সুপার কাপে।

‘জুভেন্টাস থেকে আমরা মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছি। মৌসুমে তাদের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হয়েছিলাম তখন ৩-১ গোলে জয় পেয়েছি। সুপার কাপের ফাইনালেও ৩-১ এ জয় তুলে নিয়েছিলাম। এখনও একটি ম্যাচ খেলা বাকি আছে।’

যদি ‍জুভেন্টাস-লাজিও শিরোপার জন্য মাঠে নামে সেক্ষেত্রে লিগের তৃতীয় ও চতুর্থ ম্যাচের মত নেয়া জরুরি বলে মনে করেন ললিতো।

‘স্বচ্ছতা আনার জন্য ইন্টারের মতো দল যারা আমাদের তুলনায় আট পয়েন্ট দূরে ও আটালান্তা ১৪ পয়েন্ট রয়েছে তাদের বিষয়টিও ভাবতে হবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
X
Fresh