• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসির সঙ্গে দৌড়ে গিয়ে ছবি তুলেন বিশ্বকাপ ফাইনালের গোলদাতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ এপ্রিল ২০২০, ১৭:৩২
Lionel Messi
বিশ্বকাপ ট্রফিসহ মারিও গোতজে

বদলি হিসেবে নেমে গোল করে জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ শিরোপা এনে দেন মারিও গোতজে। আর্জেন্টিনার সোনালী ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গের নায়ক ছয় বছর আগের স্মৃতিচারণ করেছেন। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জেতার পর মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দৌড়ে গিয়ে ছবি তুলেছিলেন এই মিডফিল্ডার।

ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে ১-০ গোলে ম্যাচ জিতেছিল জার্মানরা। জয়সূচক গোলটি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন গোতজে।

ডেইলি মেইল জানায় জার্মানির একটি অনুষ্ঠান অডি স্টার টকে যোগ দিয়েছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের এই তারকা।

‘যতটুকু মনে পরে ম্যাচ সেরার মেডেল পরে আমি সংবাদ সম্মেলনে যোগ দেই। সেখানে তাকে দেখতে পাই। পেছনে ছিলাম। দৌড়ে কাছে তার চলে যাই। অনুরোধ করি ছবি তোলার জন্য।’

অন্যদিকে টুর্নামেন্টের সেরা পুরস্কার জেতা মেসি অবশ্য মানা করেননি তরুণ গোতজেকে। হাসি মুখেই ছবি তুলেছেন তিনি।

সেরা খেলোয়াড় হলেও চ্যাম্পিয়ন না হতে পেরে সেদিন মঞ্চে একা একাই কথা বলছিলেন মেসি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার।

আর্জেন্টাইন দৈনিক লা নেসিওকে ব্লাটার বলেছিলেন, “নাম ঘোষণার পর তিনি বারবার বলছিলেন, ‘সেরা তবে চ্যাম্পিয়ন না।’’’

বিশ্বকাপ ফাইনাল ছাড়াও ২০০৭, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেও শিরোপা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন মেসি।

গেল বছর এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই। তবে আমার মনে হয় না এতে আমার ক্যারিয়ারে তেমন পরিবর্তন আসবে। আমার মধ্যে এতটুকুই দেয়া আছে। ঈশ্বর আমাকে এতটুকুই দিয়েছেন। এতটুকুই।’

একই বছর ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জেতেন বার্সেলোনা ফরোয়ার্ড। বর্ণিল ক্যারিয়ারে যা রয়েছে তাতেই সন্তুষ্ট মেসি।

টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘যতটুকু কল্পনা করতে পারিনি তার চেয়ে অনেক বড় কিছু পেয়েছি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
X
Fresh