• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এই পরিস্থিতিতে জন্মদিন পালন করবেন না শচীন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ এপ্রিল ২০২০, ১৫:১৫
এই পরিস্থিতিতে জন্মদিন পালন করবেন না শচীন
শচীন রমেশ টেন্ডুলকার

ভারতের মানুষের কাছে তিনি ক্রিকেটের ঈশ্বর। শচীন বলতেই এক কথায় ক্রিকেট বোঝেন বিশাল এই জনগোষ্ঠী। সমর্থকেরা তার জন্মদিনও পালন করেন নানান আয়োজনে।

৪৭ বছর আগে আজকের দিনে পৃথিবীতে এসেছিলেন শচীন রমেশ টেন্ডুলকার। তার পদচারণায় ক্রিকেট হয়েছে গৌরবান্বিত। ক্রিকেটকে দিয়েছেন অনেক কিছু।

আজকের দিনটা তাই সমর্থকদের মতো নিজেও পালন করেন। কিন্তু এমন একটা সময় পার করছে পৃথিবী, এই সময়ে জন্মদিন পালন করাটাও বোধহয় অনুচিত।

তাই শচীন এবার আর পালন করছেন না জন্মদিনটি। স্পোর্টস স্টারকে দেয়া সাক্ষাতকারে এমনটা জানান তিনি।

'এ বছর আমি জন্মদিন পালন করব না। যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি আমরা, কোনো কিছু উদযাপন করার সময় নয় এখন। এখন সময় সবার প্রার্থনা করার।'

ভারতজুড়ে চলছে লক-ডাউন । কয়েকটি রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। তবুও বেড়ে চলছে করোনা আক্রান্ত আর মৃতের সংখ্যা। বন্ধ রয়েছে সব ধরণের খেলাধুলা। স্থগিত হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)।

'খেলাধুলাসহ সব কিছুর উপরই সাংঘাতিক প্রভাব পড়তে চলেছে। এমন নয় যে, খেলোয়াড়দেরই শুধু বাড়িতে বসে থাকতে হচ্ছে আর বাকি পৃথিবী ইচ্ছে মতো বাইরে বেরোতে পারছে। লক-ডাউন সকলের জন্য, পৃথিবীর সব মানুষের জন্য। এই মুহূর্তে জীবন বাঁচানোটাই সকলের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ।'

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh