• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপের সময়ে আইপিএল করার পক্ষে ম্যাককালাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০২০, ১৭:৫৫
বিশ্বকাপের সময়ে আইপিএল করার পক্ষে ম্যাককালাম
ব্রেন্ডন ম্যাককালাম

করোনাভাইরাসের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। এবারের আসর হবে কী হবে না এনিয়ে রয়েছে ধোঁয়াশা।

অনেকে চাচ্ছেন মাঠের দরজা বন্ধ করে আইপিএল হোক, কেউ চাচ্ছেন ভারতে না হয়ে অন্য কোথাও আয়োজন করা হোক। আবার কেউ চাচ্ছেন অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দিয়ে আইপিএল আয়োজোন করা হোক।

যেমনটা কিউই সাবেক অধিনায়ক ও কলকাতা নাইট রাইডার্সের কোচ ব্রেন্ডন ম্যাককালামও চাচ্ছেন বিশ্বকাপ পিছিয়ে দিয়ে ওই সময়ে আইপিএল করার।

ভারতীয় একটি টিভি চ্যানেলে ম্যাককালাম বলেন, অক্টোবরে আইপিএল হোক। সেক্ষেত্রে বিশ্বকাপ পিছিয়ে দেয়া হলে ভালো হয় আমার মতে।

এর জন্য শক্ত যুক্তিও দাঁড় করিয়েছেন তিনি। যেহেতু বিশ্বকাপে ১৬ দেশ অংশ নেবে। তাদের নিরাপত্তার কথা বলছেন তিনি।

‘বিশ্বকাপে অংশ নেয়া ১৬ দেশের ক্রিকেটার, স্পোর্টিং স্টাফ, ধারাভাষ্যকার থেকে শুরু করে বিভিন্ন দেশের সমর্থকরা ভিড় জমাবে অস্ট্রেলিয়ায়। তাদের নিরাপত্তা দেয়াটাও অনেক কঠিন হয়ে পড়বে আয়োজকদের।’

এরজন্য তিনি বিশ্বকাপ আয়োজনের জন্য উপযুক্ত মনে করছেন ২০২১ সালকে। আইপিএল অনুষ্ঠিত হলে সেখানে বেশিরভাগ সাপোর্টিং স্টাফ থাকে ভারতেরই, খেলোয়াড় এবং ধারাভাষ্যকাররাও বেশিরভাগ ভারতের।

তবে শেষ পর্যন্ত আইসিসি কি সিদ্ধান্ত নেয় তার দিকেও তাকিয়ে আছেন এই সাবেক তারকা ক্রিকেটার।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh