• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘নেইমার উপদেশ শুনলে ব্রাজিলকে ঠেকানোর সাধ্য কারও নেই’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০২০, ১৩:৫৬
neymar
নেইমার

নেইমারের নৈপুণ্য দুর্দান্ত হলেও উপদেশ শুনতে পছন্দ করেন না তিনি। তাই সময়ের সেরা হতে পারছেন না বলে মন্তব্য করেছেন ব্রাজিল দলের সতীর্থ রাফায়েল।

২০১২ অলিম্পিক ফুটবলে একসঙ্গে সেলেকাওদের জার্সিতে মাঠ মাতিয়েছেন। দুজনেই বর্তমানে ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলছেন। প্যারিস সেন্ট জার্মেইর ফরোয়ার্ডকে বেশ ভালোভাবেই চেনেন লিঁওর এই ডিফেন্ডার।

রাফায়েলের মতে, আসন্ন কোপা আমেরিকা ও ফিফা বিশ্বকাপে ভালো কিছু করতে হলে কিছু সম্ভব। তবে নিজেকে পরিবর্তন করতে হবে নেইমারকে।

‘অবশ্যই নেইমারকে আমাদের দরকার। তাকে মাঠের বাইরেও অনেক কিছুতে ভালো করতে হবে। যা একজন আদর্শ ফুটবলারের জন্য গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে এমন অনেক কিছুই রয়েছে যা খেলতে নামলে কাজে দেয়। সেগুলো ঠিক রাখতে পারলেই নিজের সেরাটা উপহার দিতে পারবেন তিনি।’

নেতৃত্বগুণ না থাকলেও বলের নিয়ন্ত্রণের জন্য নেইমার তার জায়গায় সেরা বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকা।

‘নেইমার নেতা নন। আমার মনে হয় না নেতৃত্ব দেবার জন্য তিনি এসেছেন। তিনি যা পারেন সেগুলোর জন্যই অন্যদের তুলনায় তিনি আলাদা। যদি ঠিক মতো মনোযোগ দেন তাহলে অবশ্যই বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবেন।’

নেইমারের কোন বিষয়গুলোতে ‘ভুল’ করছেন সেগুলো স্পষ্ট করেন ব্রাজিল জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা রাফায়েল।

‘ফুটবলকেই প্রাধান্য দিতে হবে আপনার। তবে এর বাইরে অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন তিনি। সফল হতে হলে এর থেকে বের হতে হবে। আসলে বিষয়গুলো তাকে বোঝাতে হবে। আমি তার সঙ্গে খেলেছি। জানি তিনি কারও উপদেশ শুনতে পছন্দ করেন না। যেটা তার নিজের জন্যই ক্ষতিকর।’

রাফায়েলের সঙ্গে নেইমার

২৯ বছর বয়সী এই ডিফেন্ডার বলেন, ‘আসলে আমি সত্য কথা বলতে ভালোবাসি। অনেকেই এগুলো হয়ত পছন্দ করবে না। অনেকেই হয়তো বলবে, আপনি ভালো করছেন। জাদু দেখাচ্ছেন। কিন্তু এগুলো সঠিক নয়। যদি নেইমার সঠিক উপদেশ শুনেন, তাহলে ব্রাজিলকে ঠেকানোর সাধ্য করাও নেই।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
X
Fresh