• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের ব্যাট পেতে জোর চেষ্টা চালান এক ভারতীয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ এপ্রিল ২০২০, ০০:৩০
The Shakib Al Hasan Foundation
সাকিব

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত সব ইনিংস উপহার দিয়েছিলেন সাকিব আল হাসান। যেই ব্যাট দিয়ে এত এত রান তুলেছেন সেই ব্যাটটি তুলেছেন নিলামে। কারণটা হচ্ছে করোনার দাপট থেকে দেশের মানুষকে রক্ষা করতেই এই অর্থ ব্যবহার করবেন তিনি। যেমন ভাবনা তেমন কাজ। নিলামে তোলার পর মিস্টার অলরাউন্ডারের ব্যাটটি মূল্য পেয়েছে ২০ লাখ টাকা। যা যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি রাজ নিজের করে নিয়েছেন।

দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে আগেই দেশের নানা প্রান্তে থাকা সুবিধাবঞ্চিতদের সহযোগিতায় এগিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য সব ধরনের সুরক্ষা সামগ্রী প্রদানেরও ঘোষণা দেয়া হয়। এরপর ইংল্যান্ড বিশ্বকাপ মাতানো সাকিবের ওই ব্যাটটি নিলামে তোলার ঘোষণা আসে।

বুধবার দিনভর সাকিবের প্রিয় ব্যাটটি নিলামে তোলা হয় ‘অকশন ফর অ্যাকশন’ নামক একটি সংস্থার ফেসবুক পেজ থেকে। বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় নিলামের সমাপ্তি হয়।

সাকিব আল হাসান ফাউন্ডেশনের উপদেষ্টা চিশতী ইকবাল বলেন, ‘ইউরোপ ও মধ্যপ্রাচ্য থেকে অনেকেই যোগ দিয়েছেন এই নিলামে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানও এই ব্যাটের জন্য বিড করেন।’

নিলাম পরিচালনার দায়িত্বে থাকা আরিফ আর হোসাইন জানান সাকিবের ব্যাটটি পেতে মরিয়া ছিলেন এক ভারতীয় নাগরিক।

তিনি বলেন, ‘ভারত থেকে ১২ লাখ টাকা পর্যন্ত বিড করেছিলেন এক ব্যক্তি। তার সংরক্ষণে ব্রায়ান লারার ব্যাটও রয়েছে।’

যদিও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রবাসী রাজই ব্যাটটা নিজের করে নেন। ২০ লাখ টাকাতে কিনে নেন তিনি।

নিলামের শেষ দিকে সাকিব আল হাসান বলেন, সাধারণত কিছু আমি সংগ্রহে রাখি না। তবে এই ব্যাটটা আমার কাছে অনেক স্পেশাল ছিল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh