• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মানুষ হিসেবে বড় হওয়াটাই গুরুত্বপূর্ণ: তামিম

স্পোর্ট ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০২০, ১২:০৮
tamim iqbal
ছবি - তামিমের ফেসবুক

বাংলাদেশ জাতীয় দলের চুক্তিভুক্ত ১৭ ক্রিকেটারের সঙ্গে আরও ১০ ক্রিকেটার মিলে প্রায় ২৭ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রীর করোনা তহবিলে। পাশাপাশি প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছেন সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর। এমন পরিস্থিতিতে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল পরিচয় করিয়ে দিলেন এক সতীর্থকে। যিনি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মানুষের সাহায্যে এগিয়ে আসতে।

নিজের ফেসবুকে একটি ছবিসহ পোস্ট করেছেন তামিম। যেখানে দেখা যাচ্ছে টাইগারদের অনুশীলনের পোশাক পরে এক জন চাল মাপছেন।

‘ছবিতে নিজ হাতে চাল মেপে দিচ্ছেন যিনি, মানুষটিকে আপনারা অনেকেই চেনেন। মাঠে তার সেলিব্রেশন আপনাদের আনন্দ দিয়েছে অনেক সময়। এখন সে কাজ করে চলেছে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। জাতীয় ক্রিকেটার নাজমুল ইসলাম অপু।’

বাংলাদেশের সেরা ওপেনার তামিম পোস্টে আরও উল্লেখ করেন, ‘নারায়ণগঞ্জে করোনার এই ক্রান্তিকাল শুরুর সময় থেকেই অপু নিরলসভাবে কাজ করে চলেছে। নিজে যতটুকু পেরেছে ও অন্যদের সহায়তা নিয়ে দিনের পর দিন দুঃস্থদের খাদ্য সহায়তা দিয়ে চলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করেছি ওকে সহায়তা করার। আরও অনেকে করেছেন। এই প্রবল দুর্যোগের সময় দেশজুড়ে আরও অসংখ্য মানুষ এভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আজ। অপুর যে দিকটি আমার খুব ভালো লেগেছে, সে উদ্যোগ নিয়েছে তো বটেই, নিজেই সবকিছু জোগাড় করে, মেপে, প্যাকেট করে, মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছে। একবার-দুবার নয়, বারবার। একজন জাতীয় ক্রিকেটার যখন এভাবে মানবসেবায় ঝাঁপিয়ে পড়েন, সমাজকে তা খুব ভালো বার্তা দেয়।’

তামিম বলেন, ‘অনেক সময়ই আমাদেরকে বিচার করা হয় শুধু ক্রিকেট দিয়ে। অপু দেখিয়ে দিচ্ছে, মানুষ হিসেবে বড় হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ!’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
মোস্তাফিজের চেন্নাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
‘ফোনালাপ ফাঁস’ নিয়ে লাইভে আসছেন তামিম
অধিনায়ক হয়ে ফিরছেন তামিম
X
Fresh