• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শ্রমিকদের দ্রুত পারিশ্রমিক দিতে বলেছেন সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ এপ্রিল ২০২০, ২০:৫৪
শ্রমিকদের দ্রুত পারিশ্রমিক দিতে বলেছেন সাকিব
সাকিব আল হাসান

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই মুহুর্তে সাকিব আল হাসান রয়েছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু গতকাল থেকেই সাকিবকে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে, তার কাঁকড়া ফার্মে শ্রমিকদের বেতন দিচ্ছেন না ৪ মাস ধরে।

এমন খবরে সাকিবের কোনো মন্তব্য না পাওয়া গেলেও ফার্মের ম্যানেজার পরিষ্কার করেছেন আসল কারণ। সাকিব অ্যাগ্রো ফার্মের ব্যবসায়ীক পার্টনার সগির পাভেল নিশ্চিত করেছেন, খুব দ্রুতই সব পাওনা মিটিয়ে দেয়া হবে।

'ঘটনার পর সাকিবের সঙ্গে কথা বলেছি। শ্রমিকদের পারিশ্রমিক যত দ্রুত পরিশোধ করা যায় সেই নির্দেশ দিয়েছে। আমরা আগেই শ্রমিকদের বলেছি আগামী ৩০ এপ্রিলের মধ্যে বকেয়া পরিশোধের ব্যপারে। কিন্তু কেন এমন হলো আমরা কেউই বুঝে উঠতে পারিনি।'

কিন্তু চার মাসের বকেয়া পরিশোধ না হওয়ার ব্যপারে সগির পাভেল বলেন, তিনটা শিপমেন্ট রেডি করছিলাম কিন্তু শেষ পর্যন্ত হয়নি। ফেব্রুয়ারি থেকে এ সমস্যা শুরু হয়েছে। আগে যখন রানিং ছিলো সব ঠিক-ঠাক মত দিয়েছি। কোনোদিন আমরা ব্রেক-ডাউন হইনি। এটাই প্রথম সমস্যা।