• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

করোনা পরিবর্তন করে দিচ্ছে এসব নিয়মও

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০২০, ২০:২৯
করোনা পরিবর্তন করে দিচ্ছে এসব নিয়মও
ছবি- সংগৃহীত

ক্রিকেটকে বলা হয় রাজকীয় খেলা। রাজসিক এই খেলার অনেক পরিচিত ঘটনার মধ্যে একটা হচ্ছে বোলার যখন বল করতে আসে তখন টুপি বা সোয়েটার জমা দেয় আম্পায়ারের কাছে।

বহুকাল ধরে এই রীতি প্রত্যক্ষ করছে ক্রিকেটের সঙ্গে সংযুক্ত সবাই। তবে এই চিরচেনা দৃশ্য হয়তো আর দেখা যাবে না মাঠে।

কারণটা অবশ্যই করোনাভাইরাস। কারণ যেকোনো স্পর্শ থেকেই সংক্রামিত হতে পারে এই ভাইরাস। সেটা হতে পারে জ্যাকেট, ক্যাপ বা এই সম্পর্কিত অন্য কোনো বস্তু থেকে।

তাই সতর্কতার অংশ হিসেবেই ক্রিকেট বোদ্ধারা চাচ্ছে ম্যাচ চলাকালীন জ্যাকেট বা ক্যাপ যাতে আম্পায়ারের হাতে না দেয়া হয়।

প্রথমবারের মতো এই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) আম্পায়ারদের ব্যবস্থাপক ক্রিস কেলির কাছে।

ক্রিস কেলির মতে আম্পায়ারদের কাছে এসব জমা রাখার চেয়ে বরং মাঠের সীমানার বাইরে রেখে বল করতে দেখা যেতে পারে বোলারদের।

তবে বল তো ধরতেই হবে আম্পায়ারদের। বল যদি সীমানার ওপারে গিয়ে পরে তবে সেটা দর্শকরা কুড়িয়ে মাঠে ফেরত পাঠায় সেক্ষেত্রেও থেকে যায় সংক্রামণের ভয়। কারণ প্রতি ওভার বাউন্ডারির পরই বল চেক করতে হয় আম্পায়ারদের।

এমন পরিস্থিতিতে হাতে দস্তানাও হতে পারে সমাধান। তবে এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনার কথা শোনা যায়নি। এছাড়া পরিবর্তন আসতে পারে থুথু লাগিয়ে বল শাইনিং করার ক্ষেত্রেও। বলা হচ্ছে এটি নিষিদ্ধ করতে পারে আইসিসি।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
প্রায় ১৯ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পা রাখলেন ক্রিকেটাররা
X
Fresh