• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এমন খবরে আমি হতাশ: জাভেদ ওমর

মেহেদী হাসান, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০২০, ১৫:৫২
এমন খবরে আমি হতাশ: জাবেদ ওমর
জাভেদ ওমর

জাভেদ ওমর বেলিমকে নিয়ে সংবাদ প্রচার হয়েছে, আইসিসির আদেশে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কার্যক্রমে যেন না জড়ানো হয়। সোজা কথা, জাভেদ ওমর বেলিমের জন্য বিসিবির দরজা বন্ধ হয়ে গেল।

দেশের হয়ে ৪০ টেস্ট ও ৫৯টি ওয়ানডে ম্যাচ খেলা জাভেদ ওমর বেলিম ২০০৯ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর বিসিবির সঙ্গেই ছিলেন। কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল), নারী দলের সঙ্গে।

সবশেষ অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

জাতীয় দৈনিকের প্রচারীত সংবাদ অনুযায়ী, বিশ্বকাপ চলাকালীন দলের তথ্য ফাঁস করার অভিযোগে আইসিসির দুর্নীতি দমন ইউনিট বিসিবিকে জানিয়েছে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে জাভেদ ওমরকে দূরে রাখতে।

এমন খবরে হতাশ হয়েছেন টাইগারদের সাবেক এই ওপেনার। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আরটিভি অনলাইনকে জানিয়েছেন, এমন খবরে আমি হতাশ। এমন কিছুর সঙ্গে জড়িত ছিলাম না, এমনটা অন্তত আমি করতে পারি না।

‘আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেখে আমিই বিসিবির প্রধান নির্বাহীকে (নিজাম উদ্দিন চৌধুরী) ফোন করি। উনিও অবাক হয়েছেন খবরটি দেখে।’

এনিয়ে নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যাপারটা যদি বিসিবির মাধ্যমে হতো অন্তত আমি জানতাম।

জাভেদ ওমর আরও বলেন, যেহেতু বিসিবির কাছেই এই বিষয়ে কোনো তথ্য বা নির্দেশনা নেই, তাহলে আর কোনও সন্দেহ নেই আমি যে দলের তথ্য ফাঁস করিনি।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh