• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেসি-নেইমারদের মাঠে ফেরার সময় নির্ধারণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ এপ্রিল ২০২০, ১০:২১
2022 FIFA World Cup qualification
প্রতিকী ছবি

করোনার ভয়াল থাবায় ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করতে হয় আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফাকে। অনেক ম্যাচই ২০২১ পর্যন্ত পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যদিও দক্ষিণ আমেরিকা অঞ্চলে চিত্রটা ভিন্ন। লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আয়োজন করতে চলেছে তারা।

ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, ভেনিজুয়েলা, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু ও ইকুয়েডর রয়েছে কনমেবলের আওতায়। ১০ দেশের এই অঞ্চলটির বাছাই পর্ব বেশ জটিল। দলগুলোকে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হতে হয়। বিশ্বের অন্য প্রান্তগুলো থেকে বেশি ম্যাচ খেলতে হয় তাদের।

অন্যদিকে করোনার মহামারীতে এক বছর পেছাতে হয়েছে ২০২০ কোপা আমেরিকাও। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ২০২১ এর জুনে আয়োজন করতে হবে তাই সূচি মেলাতেই ঝামেলায় পড়তে হয়েছে কনমেবলকে।

এমন পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৪-৮ সেপ্টেম্বরের মধ্যে দুই রাউন্ডের খেলা মাঠে গড়ানো সিদ্ধান্ত নিয়েছে তারা।