• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইসিসিরও আর তর সইছে না

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ এপ্রিল ২০২০, ১৮:৪৬
আইসিসিরও আর তর সইছে না
ছবি- আইসিসি

লম্বা সময় ধরে ক্রিকেট বন্ধ। একতরফা ক্রিকেট বললে ভুল হবে, বন্ধ রয়েছে সব ধরণের খেলাধুলা। গত মার্চের ১৬ তারিখে সবশেষ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএল)।

এরপর থেকে একে একে সব দেশ বন্ধ করে দেয় স্টেডিয়ামের দরজা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বন্ধ হয়ে যায় সেমি-ফাইনাল আর ফাইনাল বাকি রেখে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ স্থগিত হয়েছে ১ ম্যাচ খেলে, একই অবস্থা ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজেরও। ইংল্যান্ড ফিরে গেছে শ্রীলঙ্কা থেকে।

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলও স্থগিত করে দেয়া হয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য।

করোনাভাইরাসের মহামারী ঠেকাতে বিশ্বব্যাপী চলছে লক-ডাউন কার্যক্রম। এই মহামারী রোগ থেকে বিশ্ব আবার কবে পরিত্রাণ পাবে, আবার কবে মাঠের দরজা খুলে দেয়া হবে এসব নিয়ে ভাবছে সবাই।

মাঠের মানুষ, যারা খেলে তাদের তো আর সময় কাঠে না। এই ব্যপারটা খেয়াল করিয়ে দিলো আইসিসির অফিসিয়াল ফ্যান পেজ।

ভরা গ্যালারীর একটি ছবি তাদের কাভার ফটোতে ঝোলানো হয়েছে। সেটিও আবার মিরপুরের শের ই বাংলা স্টেডিয়াম।

বাংলাদেশের মানুষ এমনিতেই খেলা পাগল জাতি। তার উপর আইসিসির কাভারে নিজেদের হোম অব ক্রিকেটের ছবি দেখে যেন খানিকটা আবেগাপ্লুত। অনেকে মন্তব্য করেছেন, আবারও এখানে গর্জন দিতে চাই ‘বাংলাদেশ-বাংলাদেশ’ বলে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh