• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর পরিকল্পনায় অনুদান পাচ্ছে পর্তুগীজ ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ এপ্রিল ২০২০, ১৭:২২
Ronaldo
বার্নার্ডো সিলভা ও ক্রিশ্চিয়ানো রোনালদো

ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে পৌঁছানোর বোনাসের অর্ধেকটা দান করার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল ফুটবল দল। করোনাভাইরাসের প্রভাবে স্থবির হয়ে পড়েছে ক্রীড়া বিশ্ব। জাতীয় দলের পক্ষ থেকে এই অনুদান যাবে দেশটির অপেশাদার ফুটবল ক্লাবের খেলোয়াড়দের কাছে। যার পরিকল্পনা করেছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

তথ্যটি জানিয়েছেন পর্তুগীজ তারকা বার্নার্ডো সিলভা। এক সাক্ষাতকারে ইংলিশ দল ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার বলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুদানের পরিকল্পনাটা নিজেই করেন রোনালদো।

২৫ বছর বয়সী সিলভা বলেন, দুই-তিন আগেই এমন সিদ্ধান্ত নেনে সিআর সেভেন।

এক বছর পিছিয়ে আগামী বছরের জুনে শুরু হওয়ার কথা রয়েছে ইউরো চ্যাম্পিয়নশিপের।

‘আমরা ২০২০ ইউরোর মূল পর্বে উঠতে সক্ষম হয়েছি। টুর্নামেন্টটা ২০২১ এ হতে চলেছে। তাই জাতীয় দলের বোনাসের ৫০ ভাগ দান করার পরিকল্পনা নেন রোনালদো।’

জাতীয় দলের অধিনায়ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের সবাইকে অনুভব করান বিষয়টি কতটা জরুরি।

বার্নার্ডো সিলভা বলেন, ‘হ্যাঁ বিষয়টি নিয়ে বেশ সক্রিয় ছিলেন তিনি। অনেকবার ম্যাসেজও করেছেন।’

এই অর্থ দিয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশনের মাধ্যমে দেশটির অপেশাদার ক্লাব গুলোকে অনুদান দেয়া হবে।

‘পেশাদার ও অপেশাদার ক্লাবগুলোর মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখতেই আমরা ইউরো চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে পৌঁছানোর বোনাসের অর্থ দান করার সিদ্ধান্ত নেই।’ যোগ করেন সিলভা।

ম্যানসিটির বর্তমান দলের অন্যতম সেরা এই খেলোয়াড় বলেন, ‘নিজেদের অতীত ভুলিনি আমরা। এই ক্লাবগুলোর মাধ্যমেই বর্তমান অবস্থায় পৌঁছেছি সবাই। পর্তুগাল ফুটবল ফেডারেশনের তৈরি করা তহবিলের মাধ্যমে অর্থ পৌঁছে যাবে ক্লাবগুলোর সব খেলোয়াড়দের কাছে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh