• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘আল্লাহ আপনাদের ত্যাগ দেখছেন, পুরস্কার অবশ্যই পাবেন’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ এপ্রিল ২০২০, ১৪:৫৩
Mushfiqur Rahim
ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০৯ জন। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২ জন। এই পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬। এমন পরিস্থিতিতে করোনা বিরোধী যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মুশফিকুর রহিম।

মঙ্গলবার ফেসবুকে ভিডিও বার্তার প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানান এই ক্রিকেট তারকা।

তিনি বলেন, ‘আশা করি আপনারা সবাই ভালো থাকতে প্রতিনিয়ত অনেক কষ্ট করে যাচ্ছেন। প্রথমেই বাংলা নববর্ষের শুভেচ্ছা। পুরো বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়।’

জাতীয় দলের অভিজ্ঞ এই সদস্য বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষকারী বাহীনি, বিশেষ করে পুলিশ, সেনা, র‌্যাব এবং আমাদের ডাক্তার, নার্স, ক্লিনার, কর্মচারী যারা প্রত্যক্ষভাবে প্রতিনিয়ত এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন। যাতে করে আমরা আপনারা নিরাপদে থাকতে পারি। তাদেরকে মনের ভেতর থেকে সালাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি নিশ্চিত মহান আল্লাহ তা আলা আপনাদের এই ত্যাগ দেখছেন। এর পুরস্কার আপনারা অবশ্যই পাবেন।’

কঠিন পরিস্থিতিতে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুশফিক।

‘ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে চেষ্টা করছি মানুষকে সাহায্য করার। আজকের এই দিনে আহ্বান করছি আপনারা যে যেভাবেই পারুন সবাই সহযোগিতা করুন। মনে রাখবেন আপনি ও আপনার পরিবার ভালো থাকলে চলবে না। আপনার আশেপাশের তথা পুরো দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাদের যেনো খাবারের অভাবে দিন না পার করতে হয়, সেটার দেখার দায়িত্ব আপনার আমার সবার। আসুন আমরা সবাই ঘরে থাকি কিন্তু যেভাবেই পারি সাহায্য করার চেষ্টা করি। একমাত্র আমাদের সবার প্রচেষ্টাই পারে এমন কঠিন মুহূর্তটা প্রতিরোধ করতে।’

যাদের সাহায্য করার সার্মথ্য নেই তাদের প্রার্থনা করতে বলেছেন এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান।

‘কারও যদি সামর্থ্য না থাকলে নামাজ আদায় করে রোজা রেখে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে এই কঠিন সময়টা পার হয়ে যায়। সবাই নিরাপদে ও সুস্থ থাকুন বাসায় থাকুন।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব-মুশফিক-শান্তরা কে কোথায় ঈদ করছেন
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ঈদের আগেই মুশফিক-সাদিয়ার ধামাকা
যেসব আমল দিয়ে লাইলাতুল কদর পালনের পরামর্শ মুশফিকের
X
Fresh