• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোহলিকে সরিয়ে উইজডেনের লিডিং ক্রিকেটার স্টোকস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৭:২৬
কোহলিকে সরিয়ে উইজডেনের লিডিং ক্রিকেটার স্টোকস
বেন স্টোকস

বেন স্টোকস তার ক্রিকেট জীবনের সেরা সময় কাটিয়েছেন ২০১৯ সালটা। ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছেন প্রথমবারের মতো। এরপর অ্যাশেজেও চমক দেখিয়েছেন ব্যাটে-বলে।

হেডিংলি টেস্টে ইংলিশরা জিতেছিল ১ উইকেটে। যেখানে শেষ পর্যন্ত লড়াই করে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে ম্যাচ বের করে এনেছিলেন স্টোকস।

সেসবেরই স্বীকৃতি দিয়েছে উইজডেন। ২০১৯ সালের উইজডেন লিডিং ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন এই অলরাউন্ডার।

নারী ক্রিকেটারদের মধ্যে লিডিং ক্রিকেটার হয়েছেন এলিস পেরি। টি-টোয়েন্টিতে লিডিং ক্রিকেটারের মর্যাদা পেয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

উইজডেনের গত তিন সংস্করণে এই জায়গা দখলে ছিল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দখলে। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সবশেষ ২০০৫ সালে লিডিং ক্রিকেটার হোন এন্ড্রু ফ্লিনটফ। দীর্ঘ সময় পর আবারও লিডিং ক্রিকেটারের খ্যাতি পেলেন স্টোকস।

এ নিয়ে অ্যালমানাকে উইজডেন সম্পাদক লরেন্স বুথ লিখেছেন, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বেন স্টোকস জীবনের সেরা দুই পারফরম্যান্স দেখিয়েছেন।

এছাড়া উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হিসেবে জায়গা পাওয়া পাঁচ ক্রিকেটার হলেন ইংলিশ পেসার জোফরা আর্চার, অজি পেসার প্যাট কামিন্স, দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার, অস্ট্রেলিয়ার এলিস পেরি ও আরেক অস্ট্রেলীয় মারনাস লাবুশেন।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh