• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রিয়াল-বার্সার সাবেক কোচের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৩:১৬
Radomir Antic
রাদোমির অ্যান্টিচ

রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের সাবেক কোচ রাদোমির অ্যান্টিচ মারা গেছেন। মৃত্যুর সময় সার্বিয়ান এই কোচের বয়স হয়েছিল ৭১ বছর। ফুটবল ইতিহাসে অ্যান্টিচই একমাত্র কোচ যিনি স্পেনের তিন জায়ান্ট রিয়াল, বার্সা ও অ্যাতলেটিকোর দায়িত্ব পালন করেছেন।

কিংবদন্তি এই কোচের মৃত্যুতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও বেশ কয়েকটি দলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

খেলোয়াড়ি জীবনে স্পেনের রিয়াল জারাগোজা ও ইংল্যান্ডের লুন টাউনের মতো দলের হয়ে খেলেছেন তিনি অ্যান্টিচ।

১৯৮৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। জারাগোজার কোচ হিসেবে প্রথম দায়িত্ব পান। রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও সেল্টা ভিগোর ডাগ আউট সামলেছেন তিনি।