• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কোহলিকেই সেরা বলছেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ২২:৪১
কোহলিকেই সেরা বলছেন ওয়ার্ন

বিরাট কোহলি না স্টিভেন স্মিথ, কে সেরা এটা নিয়ে তর্ক হতে পারে। র‍্যাংকিংয়ে চোখ রাখলে কোহলির চেয়ে সামান্য এগিয়ে স্মিথ। তবে তাদের সেরা হবার ইঁদুর-বিড়াল খেলার দিকে নজর দিলে যেকেউ অবশ্য কোনো নির্দিষ্ট একজনকে সেরা বলতে দ্বিধান্বিত হবে।

শেষ নিউজিল্যান্ড সিরিজে ধবল ধোলাই হয়েছে ভারত। ভারতের অন্ধকার দিনে আলোর মুখ দেখেনি কোহলির ব্যাট। যার সুযোগে কোহলিকে ছাড়িয়ে গেছেন স্মিথ। অনেকে আবার দুই ধাপ এগিয়ে বলেছেন, কোহলির সময় শেষ।

সাবেক অজি কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন অবশ্য এই সময়ের সেরা বলছেন কোহলিকে। তবে তার মতে ইতিহাসের সেরা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসন। শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা সময়ের সেরা।

‘আমার দেখা সেরা ব্যাটসম্যান ভিভ। শচীন ও লারা আমার সময়ের দুই সেরা ব্যাটসম্যান। সব ধরনের ফরম্যাটে কোহালিই এখন সেরা।’

স্মিথকে সেরা না বললেও, এই সময়ের সেরা তিন ব্যাটসম্যানের তালিকায় তাকে রেখেছেন ওয়ার্ন। তালিকার আরেকজন হলেন কিউই কাপ্তান কেন উইলিয়ামসন।

অন্যদিকে ওয়ার্ন চান, স্মিথ শুধু ব্যাটসম্যান হিসেবেই দলে থাকুক। ফর্মে থাকা পর্যন্ত টিম পেইনকেই অধিনায়ক রাখার পক্ষে সাবেক এই কিংবদন্তি।

‘টিম পেন যদি রান পায়, তা হলে ক্যাপ্টেন্সি চালিয়ে যাওয়া উচিত। আমি চাই স্মিথ ওর বাকি ক্যারিয়ার ব্যাটিংয়েই মন দিক।’

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
৮ বছরের সম্পর্ক ভাঙছে বিরাট কোহলির!
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট
ভারতের হারে সুসংবাদ পেল বাংলাদেশ
X
Fresh