• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘মসজিদে যেতে মানা করা হয়নি, প্রতিটি ঘরকে মসজিদ বানাতে বলা হয়েছে’ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ১৬:২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশের মসজিদগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতজুড়ে লকডাউন চলছে। এমন অবস্থায় দেশটিতে বসবাসরত মুসুল্লিদের মসজিদে না গিয়ে ঘরেই নামাজ আদায় করার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

করোনার প্রকোপে বিষয়টিকে ইতিবাচক হিসেবে নিয়েছেন ভারত জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান।

ক্যারিয়ারে ২৯ টেস্টে ১০০ উইকেট, ১২০ ওয়ানডেতে ১৭৩ উইকেট ও ২৪ টি-টোয়েন্টি খেলে ২৮ উইকেট রয়েছে এই পেস অলরাউন্ডারের। তিন ফরম্যাট মিলিয়ে ২ হাজার ৮২১ রানও রয়েছে তার নামের পাশে।

নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ইরফান। সবাইকে নিজ নিজ বাসস্থানে নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন তিনি।

সাবেক এই তারকা অলরাউন্ডার বলেন, ‘মসজিদে যেতে মানা করা হয়নি এটা না ভেবে, ভাবুন প্রতিটা ঘরকে মসজিদ বানাতে বলা হয়েছে। আমাদের মতো আমাদের ঘরও গুনাহগার হয়েছে। আসুন নিজেদের ঘর পরিষ্কার রেখে ঘরেই নামাজ আদায় করি।’

ভারতে এই পর্যন্ত চার হাজার সাড়ে আটশোর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৩৮ জন।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh