• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘খাবারের ছবি-ভিডিও পোস্ট করা বন্ধ করতে পারি না’?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ১৬:১২
coronavirus
সানিয়া মির্জা -ফাইল ছবি

করোনাভাইরাসের সঙ্গে দুইবেলা খাবার পেতে লড়াই করতে হচ্ছে দুঃস্থদের। অন্যদিকে স্বেচ্ছায় গৃহবন্দী থেকে অনেকেই রান্নার এক্সপ্রিমেন্টে ব্যস্ত। সামজিক যোগাযোগ মাধ্যমে খাবারের ছবি ও ভিডিও পোস্ট করছেন। যা অমানবিক বলে মনে হচ্ছে সানিয়া মির্জার। ভারতের টেনিস কুইন আহ্বান জানিয়েছেন এমন ক্রান্তি লগ্নে এসব পোস্ট করা বন্ধ রাখতে।

করোনা মোকাবিলয়ায় ২১ দিনের লক ডাউন চলছে ভারতে। এমন অবস্থায় সুবিধাবঞ্চিতদের সাহায্যে এগিয়ে এসেছেন সানিয়া। প্রায় দেড় কোটি টাকা তুলেছেন তিনি। নিয়মিত খাবার যারা পাচ্ছেন না। তাদের খাবার নিশ্চিতে কাজ করে চলেছেন তিনি।

তবে সানিয়ার প্রশ্ন, যেখানে দরিদ্র জনগোষ্ঠি খাবার পাচ্ছে না, সেখানে তারকারা কি করে লোভনীয় খাবারের ছবি পোস্ট করছেন?

ক্যারিয়ারে ছয়টি গ্রান্ডস্ল্যাম জেতা এই তারকা টু্ইট পোস্টে লিখেছেন, ‘পৃথীবির এক প্রান্তে হাজারো মানুষ মারা যাচ্ছে। খাবার পাচ্ছে না। চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে তাঁদের। খুব কপাল ভালো থাকলে একবেলা খাবার পাচ্ছেন তারা। অন্যদিকে আমরা পোস্ট করে চলেছি খাবারের ছবি আর ভিডিও। এটা কি বন্ধ করতে পারি না?’