• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা রোধে ৪৯ ক্রীড়াবিদের সঙ্গে মোদির ভিডিও চ্যাট

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০২০, ১৭:১৫
modi
ভারত ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ভিডিও চ্যাটে নরেন্দ্র মোদি

করোনাভাইরাসের বিরুদ্ধে সচেতনতা প্রচারে ভারতের ক্রীড়াবিদদের এগিয়ে আসার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এখনও পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। ভাইরাসের বলি হয়েছেন ৮৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লকডাউনের ঘোষণা আগেই দিয়েছিল সরকার। প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে ঘরবন্দি রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্বরা।

এমন অবস্থায় দেশটির মোট ৪৯ জন ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যুবরাজ সিং, বীরেন্দ্র শেবাগ, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার মতো সাবেক-বর্তমান ক্রিকেটাররা এতে যোগ দেন।

বিশ্বজয়ী শাটলার পিভি সিন্ধু, শুটার মানু ভাকার, অ্যাথলেট হিমা দাস, পিটি উষা, কুস্তিগির বজরং পূর্নিয়া ছিলেন এই ভিডিও চ্যাটে। আলোচনায় অংশ নেন দেশটির কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুও।

প্রত্যেকেই অর্থ দিয়ে যেমন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রসদ জুগিয়েছেন, তেমনই লকডাউনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারও করেছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, করোনা সচেতনতায় প্রচার আরও ব্যাপক আকারে করার জন্য ক্রীড়া ব্যক্তিত্বদের কাছে আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা মিন্টু
বিশ্বকাপে ওপেনিংয়ে রোহিতের সঙ্গী কোহলি!
বেঙ্গালুরুকে বেচে দেওয়ার আহ্বান জানালেন ভূপতি
চলতি আসরে প্রথম সেঞ্চুরির দেখা পেল আইপিএল
X
Fresh