• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা শনাক্তের কিট দিচ্ছেন সাকিব

আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০২০, ১৪:৩৫
করোনা সনাক্তের কিট দিচ্ছেন সাকিব

দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে গেছেন স্ত্রী-সন্তানের কাছে থাকতে। কিন্তু সাকিব সেটি না করে রয়েছেন কোয়ারেন্টিনে। এটি যদিও সাকিবের নিজের ইচ্ছাতেই। এর মাঝে অফিসিয়াল ফেসবুক পেজে জানান, ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ –এর ব্যাপারে।

এই ফাউন্ডেশন থেকে 'মিশন সেইভ বাংলাদেশ' ২ হাজার পরিবারের খাদ্য সহায়তা দেয়ার খবর দেন দেশ সেরা এই অলরাউন্ডার।

এবার আরও দারুণ সংবাদ দিলেন সাকিব। কনফিডেন্স গ্রুপের সঙ্গে কাজ করছেন করোনা শনাক্তকরণ কিট দান করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সাকিব তার ফ্যান পেজে লেখেন, "আমি খুবই গর্বের সাথে আপনাদের জানাচ্ছি যে কনফিডেন্স গ্রুপ সাকিব আল হাসান ফাউন্ডেশনের সাথে এক হয়ে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এই ফান্ড থেকে প্রাপ্ত অর্থ দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইন্সটিটিউটকে তারা টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে।’

এছাড়া সাকিব ইচ্ছা পোষণ করেছেন, ভবিষ্যতেও এমন সেবামূলক কাজ করে যেতে চান।

‘আমি কনফিডেন্স গ্রুপের সাথে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।’

এখন পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে, মৃতের সংখ্যা ৫।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিব ও আমাকে নিয়ে মনের মাধুরী মিশিয়ে সংবাদ করা হচ্ছে : মেজর হাফিজ
যে প্রস্তাব ছিল সাকিবের, জানালেন মেজর হাফিজ
অবশেষে সাকিব ইস্যুতে মুখ খুললেন ওবায়দুল কাদের
মিরপুরে সাকিবের অন্যরকম বিকেল
X
Fresh