logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

৭৫ বছর পর বাতিল হলো উইম্বলডন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ এপ্রিল ২০২০, ১৩:১১
wimbledon
ছবি- সংগৃহীত
করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেলো উইম্বলডনের এবারের আসর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বাতিল হলো গ্র্যান্ড স্ল্যাম টেনিসের এই চ্যাম্পিয়নশিপটি। 

ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা, টোকিও অলিম্পিকের মতো গ্রীষ্মকালীন মেগা ইভেন্টগুলো একবছর পেছালেও প্রথম ইভেন্ট হিসেবে বাতিল হলো উইম্বলডন। 

করোনার কারণে ইংল্যান্ড, আমেরিকা, স্পেনসহ বিভিন্ন দেশে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিষয়টি বিবেচনা করে এবারের আসর বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 

অল-ইংল্যান্ড ক্লাবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসের আসরটি বসার কথা ছিলো ২৯ জুন থেকে ১২ জুলাই।

১৮৭৭ সালে ইংল্যান্ডে শুরু হয় উইম্বলডনের যাত্রা। এরপর থেকে টুর্নামেন্টটি বিশ্বের অন্যতম সম্মানজনক গ্র্যান্ড স্ল্যামের মর্যাদা পায়। 

১৯১৫ সালে প্রথমবার বন্ধ করা হয়েছিল এই প্রতিযোগিতা। কারণ সেবছরই শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ। ১৯১৮ সাল পর্যন্ত চলেছিল ধ্বংসলীলা। ১৯৪০ সালে আরও একবার বন্ধ হয়েছিল টেনিসের এই আসর। কারণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। যা শেষ হয়েছিল ১৯৪৫ সালে। অর্থাৎ ৭৫ বছর পর আরও একবার টুর্নামেন্ট বন্ধ করতে বাধ্য হলো অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৬৭৫১ ৭৫৭৯ ৫২২
বিশ্ব ৫৫৮৯৭১২ ২৩৬৬৫৫১ ৩৪৭৯০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়