• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৭৫ বছর পর বাতিল হলো উইম্বলডন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৩:১১
wimbledon
ছবি- সংগৃহীত

করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেলো উইম্বলডনের এবারের আসর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বাতিল হলো গ্র্যান্ড স্ল্যাম টেনিসের এই চ্যাম্পিয়নশিপটি।

ইউরো চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা, টোকিও অলিম্পিকের মতো গ্রীষ্মকালীন মেগা ইভেন্টগুলো একবছর পেছালেও প্রথম ইভেন্ট হিসেবে বাতিল হলো উইম্বলডন।

করোনার কারণে ইংল্যান্ড, আমেরিকা, স্পেনসহ বিভিন্ন দেশে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিষয়টি বিবেচনা করে এবারের আসর বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

অল-ইংল্যান্ড ক্লাবে গ্র্যান্ড স্ল্যাম টেনিসের আসরটি বসার কথা ছিলো ২৯ জুন থেকে ১২ জুলাই।