• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘সুয়ারেজ-আগুয়েরো-মার্টিনেজ সমমানের খেলোয়াড়’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১৮:০১
lautaro martinez
লুইস সুয়ারেজ, লাউতারো মার্টিনেজ, সার্জিও আগুয়েরো

বার্সেলোনার লুইজ সুয়ারেজ ও ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরোর সঙ্গে লাউতারো মার্টিনেজের সঙ্গে তুলনা করলেন ইন্টার মিলানের ডিফেন্ডার ডিয়েগো গডিন। আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ডের ভবিষ্যৎ যে উজ্জ্বল সে বিষয়টিও জানা আছে উরুগুয়ের অধিনায়ক গডিনের।

২০১৮ সালে স্বদেশী ক্লাব রেসিং থেকে ইন্টারে যোগ দেন মার্টিনেজ। একই বছর জাতীয় দলেও অভিষেক হয় তার। অন্যদিকে চলতি মৌসুমে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে মিলানের ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হন গডিন। খুব কাছ থেকে ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দেখে এমন মন্তব্য করছেন বিশ্বের অন্যতম সেরা এই সেন্টার ব্যাক।

উরুগুয়ের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডার ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন সম্প্রতি।

লাউতারো মার্র্টিনেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘লুইজ ও আগুয়েরোর সমমানের লাউতারো। সে পুরো দেহ ব্যবহার করা শিখছে। পেছন থেকেও বলের নিয়ন্ত্রণ করতে চায়। আসলেই একজন পরিপূর্ণ ফুটবলার।’

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩১ ম্যাচে ১৭ গোল করেছেন। চারটি গোল করতেও সহায়তা করেছেন ২২ বছর বয়সী মার্টিনেজ।

মার্টিনেজের সঙ্গে গডিন

গডিনের চোখে প্রতিভাবান এই ফরোয়ার্ড দীর্ঘদিন ফুটবল বিশ্ব শাসন করবে।

‘আত্মবিশ্বাস অনেক বেশি। অনেক বেশি পরিপক্বও সে। বলে রাখছি, আগামী ১০ থেকে ১৫ বছর সে নিজের সেরা সময় পার করবে।’

আগামী মৌসুমে স্প্যানিশ দুই জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মার্টিনেজকে নিজেদের করে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো এমন সংবাদ প্রকাশ করে আসছে। তার এজেন্ট জানিয়েছে এর কোনও প্রভাব পড়ছে না মার্টিনেজের ওপর।

‘শুনেছি বার্সা এবং রিয়াল তাকে চাচ্ছে। যদিও এগুলো নিয়ে তার কোনও ভাবনাই নেই। অন্য কোনও খেলোয়াড় হলে এতক্ষণে রাতের ঘুম হারাম হয়ে যেতো।’

আর্জেন্টাইন একটি গণমাধ্যমকে এজেন্ট আরও বলেন, ‘এই বিষয় নিয়ে তিনি আমাকে একবারও ফোন দেননি। তার জানার ইচ্ছাও নেই এগুলো সত্যি নাকি মিথ্যা। আপাতত বর্তমান দল নিয়েই ভাবছেন তিনি।’

তাহলে কি আগামী মৌসুমে নতুন দলে দেখা যাচ্ছে না তাকে?

‘অনেকের সঙ্গেই কথা হয়েছে। এখনও কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, যাদের সঙ্গে ফোনে কথা হয়েছে তারা কেউই দলগুলোর প্রধান না। তাই এখনও আনুষ্ঠানিক কিছু এখনও হয়নি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাতলেটিকোকে হারিয়ে এগিয়ে ইন্টার মিলান
শেষ আটের পথে এগিয়ে গেল অপ্রতিরোধ্য সিটি
X
Fresh