• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রোনালদোকে বিদায় জানাচ্ছে জুভেন্টাস?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ১৭:৫৪
ক্রিশ্চিয়ানো রোনালদো

২০১৮ বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন দলে এসেও দুর্দান্ত ছিলেন পর্তুগিজ মহারাজ। সিরি আ’ শিরোপা জিততে সক্ষম হয় দলটি। যদিও ইতালিয়ান ক্লাবটির দীর্ঘদিনের বাসনা উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা তুলতে ব্যর্থ হন রোনালদো।

২০১৯/২০ মৌসুমেও দুর্বার গতিতে ছুটছেন সিআর সেভেন। এবার সব ধরনের প্রতিযোগিতায় ৩২ ম্যাচে ২৫টি গোল করে ফেলেছেন। চ্যাম্পিয়নস লিগেও টিকে ছিল দল। ঠিক এমন সময় করোনার ছোবলে লণ্ডভণ্ড সবকিছু।

ইতালিয়ান লিগ স্থগিত, বাতিল হওয়ার অপেক্ষায় ইউরোপ সেরার লড়াই। এমন বিপর্যয়ের সময় চার মাসের বেতন নিচ্ছেন না, এমন সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন জুভেন্টাসের ফুটবলাররা।

করোনার প্রভাবে ইতালির সবচেয়ে বিগ বাজেটের দলটি যে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে সেটি আর বলার অপেক্ষা রাখে না।