logo
  • ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

জুনে বাংলাদেশ সফরের সম্ভাবনা দেখছেন না অজি দলপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩১ মার্চ ২০২০, ১৪:০৯ | আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৪:৩৯
Bangladesh, Australia,
ফাইল ছবি
অধিনায়কত্ব গ্রহণ করার নিষেধাজ্ঞা শেষ হয়েছে স্টিভ স্মিথের। অস্ট্রেলিয়া টেস্ট দলের দায়িত্ব নিতে আর কোনও বাধা নেই। বর্তমান অধিনায়ক টিম পেইন জানিয়ে দিলেন স্মিথকে সহায়তা করতে প্রস্তুত তিনি। করোনাভাইরাসের প্রভাবে আগামী জুনে বাংলাদেশ সফর নিয়েও রয়েছে অনিশ্চিয়তা জানিয়েছেন তিনি।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে নিষিদ্ধ হতে হয় স্মিথকে। একবছর পর মাঠে ফিরলেও দলের দায়িত্ব নিতে আরও এক বছর অপেক্ষা করতে হচ্ছে ৩০ বছর বয়সী স্মিথকে। 

গেল রোববার নিষেধাজ্ঞা শেষ হয়েছে স্মিথের। এরপরই এক ভিডিও বার্তা নিয়ে এলেন ৩৬ বছর বয়সী টিম পেইন।

‘আমার সঙ্গে তার (স্মিথ) কোনও আলাপ হয়নি। যতটুকু জানি অধিনায়কের দায়িত্ব পালন করতে পছন্দ করেন তিনি। রাজস্থান রয়্যালস, দ্য হান্ড্রেডে দল নায়ক হিসেবে দেখা যাবে তাকে। যদি তিনি এই পথেই হাটেন তাহলে আমার পূর্ণ সমর্থন রয়েছে তার প্রতি।’

করোনার কারণে স্থবির পুরো বিশ্ব ক্রীড়াঙ্গন। পেছানো হয়েছে একের পর এক ক্রিকেট ইভেন্ট। পেইনের ধারণা পেছাতে পারে জুনে হতে চলা বাংলাদেশ সফরও।

‘এই মুহূর্তে আমার মনে হয় না সফরটি হবে, বিশেষ করে জুনে। আর এটা বলার জন্য নিশ্চয়ই আইনস্টাইন (এলবার্ট আইনস্টাইন জার্মান বিজ্ঞানী) হতে হবে না। সিরিজ বাতিল হোক বা স্থগিত হোক- এটা নিয়ে নিশ্চিত কোনও কিছু বলা যাচ্ছে না। এর থেকে বড় কিছু বিশ্বে বিরাজ করছে। টেস্ট ম্যাচ দুটি না হলে আমরা খুবই কষ্ট পাবো।’

যদি বাংলাদেশ সিরিজ বাতিল হয় সেক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকাতে কষ্ট হতে পারে অজিদের জন্য। তাই মাঠে আরও বেশি সময় দিতে হতে পারে তাদের।

‘আমার মনে হয়, কয়েকটা সিরিজ বাতিল হবে, কিছু হয়তো সামনে এগুবে অথবা কিছু সিরিজ হয়তো স্থগিত করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেতে হবে। আর খুব সম্ভবত টেস্ট চ্যাম্পিয়নশিপের সব খেলা শেষ করার জন্য টানা পাঁচ সপ্তাহও মাঠে থাকা লাগতে পারে খেলোয়াড়দের।’

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়