• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘরে থাকার উপদেশ দিয়ে সারারাত পার্টি, অতঃপর গাড়ি দুর্ঘটনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৩:৪১
Jack Grealish
ছবি সংগৃহীত

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মোট আক্রান্ত সাড়ে ১৯ হাজারের বেশি। মৃতের সংখ্যা প্রায় ১২শো। নিজ ফেসবুক পেজের মাধ্যমে ভক্তদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন অ্যাস্টন ভিলা তারকা জ্যাক গ্রেলিশ। যদিও বাইরে বের হয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির অধিনায়ককে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ডেইলি মেইল জানাচ্ছে, বন্ধুর বাসায় সারারাত পার্টি করেছিলেন তিনি। সকাল আটটার দিকে বাড়ি ফেরার পথে পার্কিংয়ে থাকা তিনটি গাড়ির উপরে নিজের রেঞ্জ রোভার গাড়ি তুলে দিয়েছেন জ্যাক। যার দাম ৮০ হাজার পাউন্ড। এরপর স্থানীয়রা তাকে ঘিরে ধরে। নিজের গাড়ি রেখে পায়ে হেটেই স্থান ত্যাগ করেন তিনি। তখন তার পায়ে অবশ্য দুই ধরনের জুতা ছিল বলে উল্লেখ করা হয়।

যাওয়ার আগে অবশ্য নিজের পরিচয় দিয়ে যান তিনি। যাতে ক্ষতিগ্রস্তরা তার সঙ্গে যোগাযোগ করতে পারে।

অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার পুলিশকে জানায়, স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার রস ম্যাককরম্যাকের বাসায় ছিলেন তিনি। তাদের সঙ্গী হিসেবে ছিল নর্দান আয়ারল্যান্ডের সাবেক খেলোয়াড় টনি কাপালডি।

রস ম্যাককরম্যাকের এক প্রতিবেশী দ্য সানকে বলেছে, সারারাত অনেক জোরে গান বাজানো হচ্ছিল। সকালে বন্ধ হওয়ার কিছুক্ষণ পরেই জ্যাকের গাড়ি পার্কিংয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয়।

এর আগে ২০১৫ সালে নাইট্রাস অক্সাইড নিতে দেখা যায় জ্যাক গ্রেলিশকে। মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে থাকতেও দেখা গিয়েছিল একবার।

২৪ বছর বয়সী এই মিডফিল্ডার আয়ারল্যান্ড অনূর্ধ্ব ১৭, ১৮ ২১ দলের খেলার পর ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের হয়েও খেলেছেন। ইংলিশদের বর্তমান কোচ সাউথগেটের গুড লিস্টে রয়েছেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
X
Fresh