• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

করোনা সচেতনতায় ব্রাভোর গান (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১২:০৬
dwayne bravo corona song
ডোয়াইন ব্রাভো

মৃত্যুর মিছিল কিছুতেই থামানো যাচ্ছে না। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাত লাখ ২৩ হাজারের বেশি মানুষ। এই পর্যন্ত মারা গেছে ৩৩ হাজার নয়শোর বেশি। ভয়ানক এই মরণব্যধির বিরুদ্ধে সতর্ক করতে গান নিয়ে এগিয়ে এলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ডোয়াইন জন ব্রাভো।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ‘চ্যাম্পিয়ন’ গান দিয়ে গায়ক হিসেবে অভিষেক হয়েছিল ব্রাভোর। ওই গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। বিশ্ব যখন করোনার বিরুদ্ধে লড়ছে সেই সময় মানুষ প্রেরণা যোগাতে নতুন গান নিয়ে হাজির এই পেস অলরাউন্ডার।

‘উই আর নট গিভিং আপ’ নামের এই গানটির মাধ্যমে এই যুদ্ধে ঠিকে থাকার রসদ যোগাতে চেয়েছেন ডিজে ব্রাভো।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখেন তিনি, ‘আমরা হাল ছাড়ব না। যারা এর মধ্যে রয়েছেন তাদের সবার জন্য আমার হৃদয় থেকে প্রার্থনা। চলুন সবাই মিলে লড়াই করি।’

এই গানে আবেদন জানিয়েছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়ার। যেমন নিয়মিত হাত ধোয়া, ঘরে থাকা, দূরত্ব বজায় রাখার মতো কাজ।

কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ৩৬ বছর বয়সী এই তারকা। জাতীয় দলের জার্সিতে সবশেষ ২০১৬ সালে খেলার পর চলতি বছর আবারও মাঠে নেমেছিলেন। আপাতত লক্ষ্য ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফিটাই।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
X
Fresh