• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সমালোচনার পর এগিয়ে এলেন নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৩:৩৯
neymar
নেইমার

ব্রাজিলের কনোরাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার নয়শোর বেশি মানুষ। মারা গেছে ১১৪ জন। এমন অবস্থায় নেইমারকে ‘ফূর্তি’ করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার কারণে সমালোচনার মুখে পড়েন দক্ষিণ আমেরিকার দেশটির ফুটবলের সবচেয়ে বড় তারকা। অবশেষে সুবিধাবঞ্চিতদের সহায়তায় এগিয়ে এলেন সাম্বা কিং।

করোনা মোকাবিলায় ক্রীড়া জগতের সব বড় নামগুলো আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই তালিকায় নাম লেখালেন প্যারিস সেন্ট জার্মেইর এই ফরোয়ার্ড।

করোনার প্রভাবে ব্রাজিলের দুস্থদের জন্য একটি তহবিল গঠন করেছেন দেশটির গণমাধ্যম ব্যক্তিত্ব লুসিয়ানো হাক। সঙ্গে রয়েছেন সার্ফিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনা।

‘ব্রাজিলিয়ানস টু ডোনেট মানি’ নামের এই তহবিলে যোগ দিচ্ছেন সব তারকারা। একাত্মতা প্রকাশ করেছেন নেইমারও।