• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মেসির চিত্রকর্ম তৈরি করে পরিচিতি, রোনালদো-নেইমাররা এখন গ্রাহক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১৭:২২
messi, neymar, ronaldo
ছবি-সংগৃহীত

অস্ট্রিয়ান জুয়েলারি প্রতিষ্ঠান সরোভস্কির জগদ্বিখ্যাত ক্রিস্টাল দিয়ে ২০১০ সাল থেকে দৃষ্টি আকর্ষক সব ছবি তৈরি করছেন মাউরিসিও বেনিটেজ। কলম্বিয়ার নান্দনিক এই শিল্পী মিস্টার ব্লিং হিসেবে পরিচিত। নিজ শিল্পকর্ম এতটাই মনোহরভাবে উপস্থাপন করেন যে খোদ লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো মতো মহাতারকারা তার ভক্ত।

২০১৩ সালে বার্সেলোনা প্রাণভোমরা মেসির সঙ্গে বেনিটেজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে।

নিজ হাতে তৈরি বার্সার জার্সিতে আর্জেন্টিনার অধিনায়কের একটি চিত্রকর্ম উপহার দেন মিস্টার ব্লিং। ছবিটির মূল্য ৩৪ মিলিয়ন পাউন্ড। এমনটাই দাবি করছিল বিশ্ব গণমাধ্যমগুলো।

এরপর হালের ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার থেকে শুরু করে ডিয়াগো ম্যারাডোনা, রোনালদিনহো থেকে ডেভিড বেকহ্যাম পর্যন্ত বিশ্ব ফুটবলের কিংবদন্তিরা তার তৈরি শিল্প কর্মের প্রশংসা করেছেন। শুধু তাই নয় তাকে ১৫ লাখ পাউন্ড পর্যন্ত সম্মানি দেয়া হয়েছে।